নিজস্ব চিত্র
ভোটের মুখে অধীর গড়ে ভাঙন। সোমবার মুর্শিদাবাদে কংগ্রেসের দু’বারের বিধায়ক প্রতিমা রজক পদত্যাগ করলেন। এই পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে প্রতিমা স্পষ্ট জানিয়েছেন, দলবদল বা রাজনৈতিক কারণ নয়, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করতে চাইছেন।
প্রতিমা বলেন, ‘‘আমার সন্তান আছে। রাজনীতিতে জড়িয়ে থাকলে, তাঁদের সময় দিতে পারছিলাম না। আমি কৃতজ্ঞ যে কংগ্রেস আমাকে একাধিক বার বিধায়ক হওয়ার সুযোগ করে দিয়েছে। এ বারে আমাকে কেন প্রার্থী করা হয়নি, তা নিয়ে আমার কোনও ক্ষোভ নেই। আমি দলকেও জানিয়েছি যে, পারিবারিক কারণেই নির্বাচনে লড়তে চাইছি না।’’
দলত্যাগের প্রসঙ্গ একেবারেই উড়িয়ে দিয়েছেন প্রতিমা। তিনি বলেন, ‘‘চাইলেই তো অনেকের মতো আমি আগেই তৃণমূলে চলে যেতে পারতাম। দল আমাকে এ বারে প্রার্থী করেনি। আমি জানতাম প্রার্থী করা হবে না। তার জন্য দল পাল্টাব না। যিনি এ বার নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাঁর হয়ে কাজ করতে না পারলেও হারের দায় তো আমাকেই নিতে হবে। সেই কারণেই দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছি আমি।’’