অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সুশীল ভট্টাচার্য। —নিজস্ব চিত্র
পশ্চিমবঙ্গ ছাড়া আরও ৪ রাজ্যে ভোট। সেখানে এমন প্রতিশ্রুতি দিচ্ছে না কেন বিজেপি? গেরুয়া শিবিরের ইস্তাহার নিয়ে এ বার প্রশ্ন তুললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
প্রার্থিতালিকা নিয়ে ক্ষোভ এখনও বিদ্যমান বিজেপি-তে। সেই ক্ষোভেই সোমবার গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন সুশীল ভট্টাচার্য ওরফে সুশীল মহারাজ। বোলপুরে তৃণমূলের দফতরে জোড়াফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন সুশীল। সেই প্রসঙ্গে বলতে গিয়েই সদ্য প্রকাশিত বিজেপি-র ইস্তাহারের কথা তোলেন অনুব্রত। তাঁর প্রশ্ন, ‘‘অসমে বিজেপি সরকার। সেখানেও তো ভোট। সেখানে তো বিজেপি এমন প্রতিশ্রুতি দিচ্ছে না। কেন তামিলনাড়ু, পুদুচেরিতেও বিজেপি এই প্রতিশ্রুতি দিচ্ছে না? অন্য রাজ্যগুলো মেনে নেবে?’’ এর পরই তাঁর সংযোজন, ‘‘সাধারণ মানুষ বুঝতে পারছেন যে এই প্রতিশ্রুতি ভাঁওতা।’’
অনুব্রতর অভিযোগ, ‘‘বিজেপি মিথ্যাবাদী দল৷। অসম, বিহার-সহ বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থেকেও তারা কোনও কাজ করেনি। অথচ এখানে বড় বড় কথা বলছে।’’