West Bengal Assembly Election 2021

Bengal Election: ‘গ্রামছাড়া করেছে তৃণমূল’, একাধিক পরিবারকে ফেরানোর কথা দিয়ে দাবি বিজেপি-র, অস্বীকার ঘাসফুল শিবিরের

২৯ এপ্রিল ভোট। বিজেপি জানিয়েছে, প্রশাসন মুখ ফিরিয়ে নেওয়ায় বিজেপি-র দরজায় এসে সাহায্য চায় এই পরিবারগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ২২:২২
Share:

নিজস্ব চিত্র

নানুরে তৃণমূলের অত্যাচারে দীর্ঘদিন ঘরছাড়া হয়ে রয়েছে একাধিক পরিবার, এই অভিযোগ তুলে ফের গ্রামে গ্রামে পরিবারগুলিকে ফেরাতে উদ্যোগী হল বিজেপি। যদিও তৃণমূলের তরফ থেকে জানানো হল, এখানে একটিও গ্রামছাড়া পরিবার নেই। গ্রামে যাঁদের ঠাঁই হয়নি, তাঁরা গ্রাম দখল করতে চায় বলেই ঠাঁই দেননি সাধারণ মানুষ।

Advertisement

বিজেপি-র অভিযোগ নানুর বিধানসভার বিভিন্ন এলাকায় তৃণমূলের সন্ত্রাসের জন্য প্রায় ১৬৫টি পরিবারকে ঘরছাড়া হতে হয়েছিল। তাঁদের দোষ, তৃণমূল ছাড়া বিভিন্ন দলের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। রবিবার বোলপুরের একটি বেসরকারি লজে নানুর বিধানসভার সমস্ত ঘরছাড়া পরিবারকে ডেকে তাদের তালিকা তৈরি করে জেলা বিজেপি। বিজেপি-র অভিযোগ, বহু বছর ধরেই গ্রামছাড়া এই পরিবারগুলি। ভোটের আগে নিজস্ব অধিকার প্রয়োগ করবেন বলে তাঁরা করুণ আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন প্রশাসনের আধিকারিককে একাধিক বার জানিয়েও কোনও লাভ হয়নি।

২৯ এপ্রিল ভোট। বিজেপি জানিয়েছে, প্রশাসন মুখ ফিরিয়ে নেওয়ায় বিজেপি-র দরজায় এসে সাহায্য চায় এই পরিবারগুলি। জানায়, কয়েকটা বছর বহু কষ্টে দিন কেটেছে। অনেকেই অন্যের বাড়িতে কাজ করে সংসার চালিয়েছেন। গ্রামের সমস্ত জমি জায়গা পড়ে আছে। শান্তিতে সেই ভিটেতে ফিরতে পারেন যাতে, বিজেপি-র কাছে সেই আবেদনই পরিবারগুলি জানিয়েছিল বলেন দাবি গেরুয়া শিবিরের।

Advertisement

সেই কারণেই বিজেপি তাদের ফেরার ব্যবস্থা করেছে। পাশাপাশি জানিয়েছে, পুরো পরিস্থিতির কথা জানানো হয়ে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে নির্বাচন কমিশনকে। বিজেপি-র দাবি, ঘটনার যেন সঠিক বিচার হয়।

স্থানীয় তৃণমূল নেতা কাজল শেষ জানিয়েছেন, ‘‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। গ্রামের বাইরে কেউ আছে বলে আমার মনে হয় না। ওঁরা কী গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে নিজের ভিটে মাটিতে ফেরার চেষ্টা করেছিলেন? নাকি গুলি, বোমা, বন্দুক নিয়ে বারবার গ্রাম দখলের চেষ্টা করেছেন। নানুর বিধানসভা এলাকাগুলিতে শান্তি বজায় আছে। এখানে কেউ গ্রাম ছাড়া নেই। আর যদি থাকেন, তাঁদের বলুন ফিরে এসে নিজের বাড়িতে বসবাস করতে। কোনও ভয় নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement