Mamata Banerjee

Bengal Polls: প্রচারে বিজেপি-কে কোভিড নিশানা মমতার, দফা না কমানোয় আক্রমণ কমিশনকেও

রবিবার একগুচ্ছ প্রচার কর্মসূচি ছিল মমতার। নদিয়ার তেহট্ট থেকে বর্ধমানের গলসি, বেশ কয়েকটি জনসভার পাশাপাশি কলকাতায় পদযাত্রা করেন মমতা।

Advertisement
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১৯:৩০
Share:

কলকাতার পদযাত্রায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক চেহারা নেওয়ার জন্য ফের বিজেপি-কে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। অতীতেও বিজেপি-র বিরুদ্ধে ‘বহিরাগত’ আক্রমণ করেছেন তিনি। রবিবার ফের বলেন, ‘‘রাজ্যে প্রচুর বহিরাগত ঢুকিয়েছে বিজেপি। বহিরাগত গুন্ডারা বাংলায় বসে আছে। প্রায় ১০ হাজার বাইরের লোক এসে বসে আছে, আর তারাই করোনা নিয়ে এসেছে। আমাদের রাজ্যে যতটুকু করোনা হয়েছে, তা ওই বহিরাগতদের জন্যই হয়েছে।’’

Advertisement

রবিবার একগুচ্ছ প্রচার কর্মসূচি ছিল মমতার। নদিয়ার তেহট্ট থেকে বর্ধমানের গলসি বেশ কয়েকটি জনসভার পাশাপাশি কলকাতায় পদযাত্রা করেন মমতা। ঢাকুরিয়া থেকে কালীঘাট পদযাত্রায় বালিগঞ্জ, রাসবিহারী ও ভবানীপুর আসনের প্রচার সারেন। গলসির সভায় করোনা নিয়ে বিজেপি-কে আক্রমণের পাশাপাশি তেহট্টের জনসভা থেকে মমতা কমিশনের সমালোচনা করেন। রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় তৃণমূল চেয়েছিল বাকি থাকা ভোট এক দফায় করা হোক। কমিশন সেই দাবি না মানায় সমালোচনা করেন মমতা। তেহট্টে তিনি বলেন, ‘‘দফা কমালে এ ভাবে করোনা ছড়াত না। তৃণমূল তাই এক দফায় ভোট চেয়েছিল। কিন্তু বিজেপি-র কথা শুনে সেটা করেনি। বিজেপি-র পরামর্শে প্রচারের দিন কমিয়েছে কমিশন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement