প্রতীকী ছবি। ফাইল চিত্র।
অনলাইনেই ভোটার কার্ড সংগ্রহ করতে পারছেন নতুন ভোটারেরা। নির্বাচন কমিশন নতুন এই ব্যবস্থা চালু করার পরেই সদ্য ভোটাধিকার পাওয়া তরুণ-তরুণীদের মধ্যে ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহ বেড়েছে। কমিশনের দেওয়া হিসেবেই উঠে এসেছে এই তথ্য। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলার যে সমস্ত জায়গা থেকে সব চেয়ে বেশি অনলাইন আবেদনপত্র জমা পড়েছে, তার মধ্যে রয়েছে বিধাননগর, রাজারহাট-নিউ টাউন এবং রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকা।
কমিশন সূত্রের খবর, রাজারহাট-নিউ টাউন, বিধাননগর এবং রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র মিলিয়ে নতুন প্রায় দশ হাজার ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় দু’হাজার জন ইতিমধ্যেই অনলাইনে ভোটার কার্ড সংগ্রহ করেছেন। ডাউনলোড করা ওই ভোটার কার্ডের প্রিন্ট আউট অথবা মোবাইলে থাকা ছবিও বৈধ পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে। শুধুমাত্র নতুন ভোটারদের ক্ষেত্রেই এই সুযোগ থাকছে। পুরনো ভোটারদের ক্ষেত্রে আগের প্রচলিত পদ্ধতিই বহাল থাকছে।
কমিশন সূত্রের খবর, অনলাইনে নতুন ভোটারেরা নিজেদের ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারছেন। আবেদনকারীদের গোটা প্রক্রিয়া বুঝিয়ে দিতে বিধাননগর মহকুমা শাসকের অফিস এবং রাজারহাট বিডিও অফিসে ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, দশ হাজার নতুন ভোটারকে এসএমএস-ও পাঠানো হয়েছে। তাতেও ওই প্রক্রিয়া বিস্তারিত ভাবে জানানো হয়েছে। এ ছাড়া অনলাইনে বুথ-ভিত্তিক পদ্ধতিতে কী ভাবে ভোটার কার্ড সংগ্রহ করা যায়, সে বিষয়েও জানানো হয়েছে।
নির্বাচন কমিশন অনলাইনে ভোটার কার্ড পাওয়ার ব্যবস্থা চালু করলেও তরুণ-তরুণীদের আর একটি অংশ তাতেও আগ্রহ দেখাচ্ছেন বলে জানা গিয়েছে। কমিশন সূত্রের খবর, ওই তিনটি বিধানসভা এলাকায় ইতিমধ্যেই ৯৮ শতাংশ ভোটারের কাছে তাঁদের কার্ড পৌঁছে গিয়েছে। তার মধ্যে সেই সব নতুন ভোটারও রয়েছেন, যাঁরা অনলাইন পদ্ধতিতে আবেদন করেননি। তবে কমিশনের একাংশের মতে, ইতিমধ্যেই যা সাড়া মিলেছে, তা খুবই আশাব্যঞ্জক। আবেদনকারীর সংখ্যাও ক্রমবর্ধমান।