মাটিতে পড়ে গুলির খোল। নিজস্ব চিত্র।
ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে বুধবার গভীর রাতে গুলি চলল উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা এলাকায়। সেখানকার চুটিয়াখোর এলাকায় গভীর রাতে বাইকবাহিনী তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীরা জানিয়েছেন, রাতে এলোপাথারি গুলি চালিয়েছে দুষ্কৃতীরা।
এই এলাকার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে পারেননি বলে অভিযোগ। তখনও ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল বলে বৃহস্পতিবার জানিয়েছেন গ্রামবাসীরা। তবে বুধবার রাতের অন্ধকারে কারা গুলি চালিয়েছে, তারা কোনও দলের আশ্রিত কি না সে ব্যাপারে কিছুই বলতে পারেননি গ্রামবাসীরা। তবে এই ঘটনার জেরে সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। গ্রামে বেশ কয়েকটি গুলির খোল পড়ে থাকতে দেখা গিয়েছে। প্রচুর কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। ভোটদানও শুরু হয়েছে। গুলিচালনার ঘটনা নিয়ে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।