জামালপুরে আক্রান্ত তৃণমূল সমর্থকদের বাস। নিজস্ব চিত্র।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ফেরত তৃণমূল কর্মী-সমর্থক বোঝাই বাসে হামলার অভিযোগ উঠলো বিজেপি-র বিরুদ্ধে। প্রতিবাদে পূর্ব বর্ধমানের জামালপুরে শুক্রবার মেমারি-তারকেশ্বর রোডের মাধবপুর এবং ইলামবাজারের মধ্যবর্তী স্থানে পথ অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
তৃণমূল সূত্রের খবর, শুক্রবার জামালপুরের সেলিমাবাদ তরুণ সঙ্ঘের মাঠে মমতার নির্বাচনী জনসভা হয়। সেই সভা থেকে বাসে ফিরছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় জারোগ্রাম অঞ্চলে চলন্ত বাসের সামনে বাঁশ দিয়ে আঘাত করা হয়। বাসের সামনের কাচ ভেঙে যায়। এই ঘটনায় বাসের চালক-সহ দু’জন মহিলা গুরুতর জখম হন বলে অভিযোগ তৃণমূলের।
ওই ঘটনার পর ক্ষুদ্ধ তৃণমূল কর্মী-সমর্থকরা পথ অবরোধ করেন। বেশ কিছুক্ষণ অবরোধ চলে। ফলে মেমারি-তারকেশ্বর রোডের উপর দু’দিকে দাঁড়িয়ে পড়ে যানবাহন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছায় জামালপুর থানার পুলিশ। খবর পেয়ে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান এবং জামালপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অলোক মাঝি ঘটনাস্থলে যান। পুলিশ আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
মেহমুদ শুক্রবার বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কর্মীদের উপর হামলা করে। এই ঘটনায় বাসের চালক-সহ আহত হন তিন জন। আমরা দোষীদের শাস্তির দাবি করছি।’’ তবে জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এর সঙ্গে বিজেপি-র কোনও সম্পর্ক নেই।