West Bengal Assembly Election 2021

Bengal Polls 2021: মোদী, মমতার পাশাপাশি কোচবিহারে প্রচার দেবের, দিনহাটায় ‘রোড শো’

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতাকে দেখতে ভিড় জমান বহু মানুষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ০০:০০
Share:

কোচবিহারে দেবের সভা।

ভোটের বাকি আর কয়েকটা দিন। তার আগেই নির্বাচনী প্রচারে মঙ্গলবার চাঁদের হাট দেখল কোচবিহার। রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনসভা, মাথাভাঙ্গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের পাশাপাশি আকর্ষণের অন্যতম কেন্দ্র ছিল তৃণমূলের অভিনেতা-সাংসদ দেবের (দীপক অধিকারী) ‘রোড শো’।

Advertisement

মঙ্গলব ঘাটালের সাংসদ দেব ‘রোড শো’ করেন দিনহাটার গীতালদহ, গোসানিমারি, এবং বক্সিরহাটের ঝাউকুঠিতে। তুফানগঞ্জের তৃণমূল প্রার্থী প্রণবকুমার দের সমর্থনে ঝাউকুঠিতে জনসভাও করেন তিনি। টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতাকে দেখতে ভিড় জমান বহু মানুষ।

জনসভায় দেব বলেন, ‘‘আমি ভোট চাইতে আসিনি। মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে যে কোনও নির্বাচনে জিতে আসা যায়। আপনারা যাকে ইচ্ছা তাকেই ভোট দিতে পারবেন কিন্তু মাথায় রাখবেন এই দল আপনাদের পাশে থেকেছে। দুঃখের দিনে আপনাদের সঙ্গে রয়েছে। এই দলের হাতকে শক্ত করতে হবে। তাহলে আগামীতে উন্নয়ন হবে। না হলে কিছুই হবে না ধর্মের নামে রাজনীতি থেকে যাবে ধর্ম অস্ত্র হিসেবে এখন ব্যবহার করা হয়।’’

Advertisement

দেবের দাবি, ‘‘১০ বছর দিদি সাধারণ মানুষকে নিয়ে ভেবেছে কাজ করেছে। করোনার সময় মৃত্যুভয়কে তোয়াক্কা না করে যারা পথে নেমেছে, এখন যাঁরা নির্বাচনের জন্য আসছেন, তাঁদের বলব ডিজেল-পেট্রোল এবং রান্নার গ্যাসের দাম কমিয়ে দিন। আর আপনার কিছু করার দরকার নেই।’’

এ দিন জনসভার শেষে তুফানগঞ্জ তৃণমূল প্রার্থী প্রণবকুমার দে বলেন, ‘‘দেব আজকে প্রচারে এসে বিজেপি-র মিথ্যে প্রতিশ্রুতি প্রমাণ করে দিয়ে গেছে। আজকের সভায় জনপ্লাবন প্রমাণ করে আগামী ২ মে আমরা ক্ষমতায় আসছি।’’ অন্যদিকে, দেবের জনসভাকে কটাক্ষ করে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী মালতি রাভা রায় বলেন, ‘‘মানুষ অভিনেতা দেবকে দেখতে এসেছেন। ভোট দিতে নয়। মানুষ ভোট বিজেপি-কে দেবেন তা আজ কোচবিহারে নরেন্দ্র মোদীর জনসভা দেখলেই তা বোঝা যায়। কোচবিহারে প্রত্যেকটি আসনেই বিজেপির প্রার্থীরা জয়লাভ করবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement