মইনুদ্দিন শামস
টিকিট না পেয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন আগেই। বীরভূমের নলহাটির বিদায়ী তৃণমূল বিধায়ক মইনুদ্দিন শামস এ বার নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার কথা ঘোষণা করলেন।
মইনুদ্দিন সোমবার নলহাটিতে সাংবাদিক সম্মেলন করে নির্দল প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে লড়ার করার কথা ঘোষণা করেন। তার অভিযোগ এলাকায় বালি,কয়লা ও পাথর মাফিয়াদের সঙ্গে আপোস না করায় তাকে দল এবার বিধানসভা নির্বাচনে মনোনয়ন দেয়নি । তাই তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
বামফ্রন্ট জমানায় মন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লক নেতা প্রয়াত কলিমুদ্দিন সামনেস ছেলে মইনুদ্দিনও একদা তাঁর বাবার দলেই ছিলেন। পরবর্তীকালে তৃণমূলে যোগ দিয়ে বিধায়ক হন। এ বারের বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থীতালিকা থেকে ছাঁটাই হওয়ার পরে মইনুদ্দিন অভিযোগ করেছিলেন, ধর্মীয় পরিচয়গত কারণেই তাঁর প্রতি বঞ্চনা করা হয়েছে।