West Bengal Assembly Election 2021

Bengal Polls: ঘাটালে তৃণমূল প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে, হাসপাতালে ভর্তি নেতা

শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পান ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট। তাঁকে নিয়ে ধিক্কার মিছিল করে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয় বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৯:৩৮
Share:

ঘাটালে তৃণমূল প্রার্থীর প্রচার। নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার বিজেপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল তৃণমূল। শাসক দলের অভিযোগ, হামলায় তাদের এক নেতা গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Advertisement

শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার প্রতাপপুরে ঘটনাটি ঘটে। তৃণমূলের অভিযোগ, তাদের প্রার্থী শঙ্কর দোলুইয়ের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চলছিল। প্রচার সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতা সুবিনয় জানাকে মারধর করে বিজেপি। আহত তৃণমূল কর্মীকে ভর্তি করা হয় ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা সঞ্জয় কাটাল বলেন, ‘‘দুপুরে প্রচার সেরে সুবিনয় জানা নামের এক তৃণমূল নেতা বাড়ি ফিরছিলেন। সে সময় পথে তাঁর উপর অতর্কিতে হামলা চালায় বিজেপি-র দুষ্কৃতীরা। মুখে ও মাথায় আঘাত লাগে।’’ তৃণমূল প্রার্থী শঙ্কর দলুই বলেন, ‘‘প্রচার সেরে বাড়ি যাওয়ার সময় এক কর্মীকে মারধর করে বিজেপি। বৃহস্পতিবার কোতলপুরে গিয়ে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলাও চালায় বিজেপি।’’

Advertisement

যদিও এই ঘটনাটি মিথ্যা ও সাজানো বলে উড়িয়ে দিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী ও স্থানীয় নেতৃত্ব। বিজেপি-র ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রামকুমার দে বলেন, ‘‘নাটক শুরু হয়েছে। একজন প্লাস্টার করা পা নিয়ে নাটক করছেন। তারই আঁচ এসেছে ঘাটালেও। বিজেপি-র কেউ মারধর করেনি। তৃণমূলের দু'টি গোষ্ঠী রয়েছে। তাদের নিজেদের মধ্যেই গন্ডগোল।’’

এদিকে শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পান ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট। বৃহস্পতিবার ঘাটালের কোতলপুরে প্রচারে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে অভিযোগ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিজেপি প্রার্থীকে নিয়ে ঘাটাল শহরে ধিক্কার মিছিল করে মহকুমা শাসকের কাছে ঘাটাল থানার ওসির অপসারণ চেয়ে ডেপুটেশন দেয় বিজেপি। গতকালই এই ঘটনার পর ৬ জনকে গ্রেফতার করেছে ঘাটাল থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement