বিজেপি-তে যোগ দিলেন অমল আচার্য। নিজস্ব চিত্র।
উত্তর দিনাজপুরে ভোটের বাকি হাতে গোনা কয়েকটি দিন। ঠিক এই সময়েই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান অমল আচার্য। তাঁর বেশ কয়েকজন অনুগামীও বিজেপি-তে যোগ দিয়েছেন বুধবার। যদিও অমলের দলবদলকে গুরুত্ব দিচ্ছে না জোড়াফুল শিবির।
উত্তর দিনাজপুরে প্রথম বার ভোট ২২ এপ্রিল। এমন একটা গুরুত্বপূর্ণ সময়েই ভাঙন উত্তর দিনাজপুরের জোড়াফুল শিবিরে। বুধবার তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন ইটাহারের বিদায়ী বিধায়ক অমল। তিনি দলের জেলা সভাপতিও ছিলেন। তাঁর হাত ধরেই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের বহু নেতা এবং কর্মীও। ইটাহারে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা অমল। তাঁর দলবদলের পরেই ইটাহারে অমলের ক্লাব ‘উল্কা’ ক্লাবে ঘাসফুলের পতাকা নামিয়ে গেরুয়া পতাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি, ওই ক্লাবে খোলা হয় বিজেপি-র নির্বাচনী কার্যালয়।
অমলের দলবদল নিয়ে তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘উনি (অমল আচার্য) দল ছেড়ে গেলেও দলে কোনও প্রভাব পড়বে না। তাঁর দলত্যাগের বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট আকারে পাঠানো হবে।’’ ইটাহার কেন্দ্রে গত দু’বারের বিধায়ক অমলকে এ বার প্রার্থী করেনি তৃণমূল। শুভেন্দু ঘনিষ্ঠ অমলকে টিকিট না দিয়ে উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মুশারফ হোসেনকে প্রার্থী করেছে তৃণমূল। তাতে অমল ক্ষুব্ধ বলে তাঁর ঘনিষ্ঠদের দাবি।