শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায় গৌতম দেব।
তৃণমূলকে ভোট না দিলে উচ্ছেদ করা হবে। প্রচারে গিয়ে এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠল ডাবগ্ৰাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে। এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন গৌতম।
গৌতমের একটি প্রচারের ভিডিয়ো ভাইরাল হয়ে উঠেছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা বিচার করেনি আনন্দবাজার ডিজিটাল। ওই ভিডিয়োয় এক ব্যক্তির উদ্দেশে গৌতমকে বলতে শোনা গিয়েছে, ‘‘আপনারা থাকুন। সরকার সাহায্য করবে। আর যদি আমাদের বিরোধিতা করেন তা হলে আমরা উচ্ছেদ করব। বুঝে নিন। আমি গৌতম দেব। যা বলি তাই করি।’’
গৌতমের এই ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। হাতেগরম এমন ইস্যু পেয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায় বলেন, ‘‘শুধু ঠাকুরনগর নয় বিভিন্ন জায়গায় গিয়ে গৌতম দেব এ ভাবেই মানুষকে হুমকি দিচ্ছেন। উনি চারদিকে বলে বেড়াচ্ছেন। হতাশা কাজ করছে। উনি বুঝে গিয়েছেন মানুষ ওঁকে ছুড়ে ফেলে দিচ্ছে। গৌতম দেব সাধারণ মানুষগুলির থেকে টাকা নিয়েও ধমক দিচ্ছেন।’’ শিলিগুড়ির বাম প্রার্থী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের মত, ‘‘এমন মন্তব্য সমর্থন করি না। এক জন মন্ত্রী এবং এক জন দায়িত্বশীল নেতার থেকে এমন মন্তব্য আশা করি না।’’
বিতর্কের মুখে পড়ে গৌতম দেব অবশ্য বলছেন, ‘‘এ সব কথা আমি বলিনি। একটা বড় জায়গা দখল করে ওখানে আশ্রম চালানো হচ্ছে। ওখানে আরএসএস এবং বিজেপি-র শিবির হয় নিয়মিত। সরকারি জায়গায় এ সব হতে পারে না। ভিডিয়োটিতে পুরোটা দেখানো হয়নি।’’