উত্তরবঙ্গে দলীয় প্রার্থীর প্রচারে তৃণমূল নেতা মানস ভুঁইয়া।
উত্তরবঙ্গে দলীয় প্রার্থীর প্রচারে এসে বিজেপি-কে একহাত নিলেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া। নীলবাড়ির লড়াইয়ে তিনি পশ্চিম মেদিনীপুরের সবং আসনের প্রার্থী। তাঁর কেন্দ্রে গত ১ এপ্রিল নির্বাচন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার তিনি ধূপগুড়ি আসনের তৃণমূল প্রার্থী মিতালি রায়ের সমর্থনে জনসভা করতে এসেছিলেন। সেখানেই বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগেন মানস।
শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাথুয়া এলাকায় বৃহস্পতিবার মানসের জনসভা শুরু হতেই ঝেঁপে বৃষ্টি নামে। সেই বৃষ্টিকে উপেক্ষা করেই প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক ছাতা এবং প্লাস্টিক মাথায় দিয়ে দলীয় জনসমাবেশে উপস্থিত ছিলেন। সভার শুরু থেকেই মানস আক্রমণাত্মক ছিলেন। তিনি বলেন, ‘‘বিজেপি গুজরাতি ব্যবসায়ীদের দল। এরা যেটা পারবে বেচে দেবে। কোনও দিন দেখবেন আপনাদের বিধানসভা এলাকার মানুষগুলোকে আমেরিকার হাতে বেচে দিয়েছে।’’
বৃহস্পতিবার একাধিক বিষয়ে বিজেপি-কে আক্রমণ করেন মানস। তিনি বলেন, ‘‘বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। এটা বিপজ্জনক।’’ নীলবাড়ির লড়াইয়ে তৃণমূল দু’শোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বলে দাবি করেন তিনি। মানসের জনসভায় উপস্থিত ছিলেন ধূপগুড়ির তৃণমূল প্রার্থী মিতালি, জলপাইগুড়ি জেলা তৃণমূলের সম্পাদক রাজেশকুমার সিংহ, বানারহাট সাংগঠনিক ব্লকের তৃণমূল সভাপতি নয়ন দত্ত, রাজু গুরুং-সহ অন্য নেতৃবৃন্দ।