উল্লাস: খেলা হবে স্লোগানে গোয়ালপোখরের লোধনেও মাতলেন তৃণমূল কর্মীরা। নিজস্ব চিত্র।
আসল প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে মানুষের কাছে পৌঁছে এমনটাই বার্তা দিচ্ছেন ইসলামপুরের তৃণমূলের প্রার্থী আব্দুল করিম চৌধুরী। এবার মনোনয়ন দিতে এসে এমনই বার্তা দেন করিম। শুধু তাই নয়, নন্দীগ্রামে ১ লক্ষ ভোটে মমতা বন্দোপাধ্যায় জিতবেন বলে দাবি করেন করিম। এদিন ইসলামপুর মহকুমাশাসক দফতরে মনোনয়ন জমা করেছেন তৃণমূল প্রার্থীরা। সেখানে ইসলামপুর, চোপড়া, গোয়ালপোখর, চাকুলিয়া চারটি বিধানসভার প্রার্থীরা তাদের মনোনয়ন জমা করেন। তবে মনোনয়ন দিতে এসে আবির খেলে উল্লাস দেখাতেও নজরে পড়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।
এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ গোলঘর হুডখোলা গাড়িতে মনোনয়ন জমা করতে যান করিম। ঠিক একই সময় মার্কেটিং থেকেও হুডখোলা গাড়িতে রওনা দেন গোয়ালপোখর বিধানসভার প্রার্থী সদ্য বিদায়ী মন্ত্রী গোলাম রব্বানী ও চাকুলিয়া বিধানসভার প্রার্থী মিনহাজুল আরফিন আজাদ। ঘণ্টাখানেক আগে মনোনয়ন জমা করার বেশিরভাগ কাজ এগিয়ে রাখলেও সে সময় দলীয় কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে মহকুমা শাসক দফতরে যান চোপড়ার বিধায়ক হামিদুল রহমানও। তবে মিছিলে অনেককেই নজরে পড়েছে, ‘খেলা হবে’ টি শার্ট পড়ে। শুধু তাই নয়, ডিজে নিয়ে আবির খেলায় মেতে ছিলেন কর্মী-সমর্থকরা। শহরের মধ্যে মিছিলে বেশ যানজট তৈরি হয়েছিল। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেন, ‘‘মনোনয়ন জমা করার কথা শুনে লোকজন নিজের কাজ ছেড়ে ছুটে এসেছেন। যদি এই মনোনয়ন চোপড়াতেই জমা পড়ত তাহলে ছেলেদের থেকে মহিলাদের ভিড় অনেকটাই বেশি হত।’’ আবির খেলার প্রসঙ্গ নিয়ে হামিদুল রহমান বলেন, ‘‘আমাদের আসন জেতা আসন। এই রাজ্যের সরকার আমরাই করব। জেলার সব প্রার্থীই জিতবে তাই কর্মী-সমর্থকরা খুশিতে আবির মাখতে শুরু করেছেন।’’ তৃণমূলের সদ্যবিদায়ী মন্ত্রী গোলাম রব্বানী বলেন, ‘‘দিদির উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছাতে পেরেছি। লোক তাতে খুবই খুশি।’’
যদিও বিজেপির উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, ‘‘শেষ আবির খেলে নিতেই পারে। সেখানে তো বাধা দেওয়ার কেউ থাকে না। ২ মে বোঝা যাবে আবির কে খেলবে।’’ আজ, বৃহস্পতিবার ইসলামপুরের মনোনয়ন জমা করার কথা বিজেপির চারটি বিধানসভার প্রার্থীদের। সেখানে থাকবেন রায়গঞ্জ লোকসভার সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী ও বিজেপি নেতৃত্ব। বিজেপির নেতারা অনেকেই জানিয়েছেন কেন্দ্রীয় স্তরে নেতাদেরও থাকার কথা রয়েছে সেখানেও।