Violence

Bengal polls: এ বার কোচবিহারের মাথাভাঙায় আক্রান্ত তৃণমূল প্রার্থী, অভিযোগ অস্বীকার বিজেপি-র

দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন জোড়াফুল শিবিরের কর্মী-সমর্থকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ২৩:০৯
Share:

মহকুমা শাসকের দফতরের সামনে ধরনা তৃণমূলের। নিজস্ব চিত্র।

বুধবার কোচবিহারের শীতলকুচিতে আক্রান্ত হয়েছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার ২৪ ঘণ্টার মধ্যে, এ বার কোচবিহারের মাথাভাঙায় আক্রান্ত হলেন ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন। এই কাণ্ডে অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন জোড়াফুল শিবিরের কর্মী-সমর্থকরা।

Advertisement

তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায়ের অভিযোগ, ‘‘নির্বাচনের শেষ প্রচার করে বাড়ি ফিরছিলেন গিরীন্দ্রনাথ। সেই সময় ঘোকসাডাঙার শিলডাঙায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। গাড়ি ভাঙচুর করে। গিরীন্দ্রনাথ মাথায় চোট পেয়েছেন। আমরা কমিশনের কাছে জবাব চাই যে, কেন বিজেপি এত আক্রমণাত্মক হচ্ছে? কেন বিজেপি-র এত দৌরাত্ম্য বাড়ছে? কমিশন শান্তিপূর্ণ নির্বাচন করাতে ব্যর্থ।’’ ঘটনার প্রতিবাদে মাথাভাঙার মহকুমার শাসকের দফতরের সামনে অবস্থানে বসেন জোড়াফুল শিবিরের নেতা এবং কর্মীরা।

আহত তৃণমূল প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন। নিজস্ব চিত্র।

তৃণমূল প্রার্থীর উপর হামলার অভিযোগ নিয়ে মাথাভাঙার বিজেপি প্রার্থী সুশীল বর্মনের দাবি, ‘‘বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো ঘটনা। নির্বাচনের শেষ লগ্নে এসে তৃণমূল নিজের মাংস কেটে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। দলনেত্রী যে ভাবে পায়ে ব্যান্ডেজ বেঁধে নাটক করছেন। তেমন ভাবে নাটক করছেন পার্থপ্রতিম রায়ও।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement