TMC

Bengal Election: ভোটের আগের দিন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে খড়দহের তৃণমূল প্রার্থী

গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন কাজল। বুধবার নমুনা পরীক্ষার ফল বেরোতে জানা যায়, তাঁর করোনা পজিটিভ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ২৩:৪৬
Share:

কাজল সিংহ।

নির্বাচনী লড়াইয়ের ২৪ ঘণ্টা আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ। বুধবার তাঁর করোনা ধরা পড়েছে। শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কাজলকে। বৃহস্পতিবার, রাজ্যে ষষ্ঠ দফায় ভোট খড়দহে।

Advertisement

গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন কাজল। বুধবার নমুনা পরীক্ষার ফল বেরোতে জানা যায়, তাঁর করোনা পজিটিভ। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবারই করোনা আক্রান্ত হয়েছেন বড়ঞা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সংযুক্ত মোর্চার প্রার্থী শিলাদিত্য হালদার। এর পর অধীর চৌধুরী টুইট করে জানান তিনিও করোনা আক্রান্ত। সপরিবারে করোনা আক্রান্ত কংগ্রেস সাংসদ শশী তারুরও।

খড়দহ কেন্দ্রে ভোট বৃহস্পতিবার। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তৃণমূল ত্যাগী শীলভদ্র দত্ত। এসএফআই-এর প্রারন রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস এ বার খড়দহে সিপিএম সমর্থিত কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement