West Bengal Assembly Election 2021

WB Election: ভোটের মুখে বীরভূম তৃণমূলে ভাঙন, জেলা সহ-সভাপতির ইস্তফা, দাঁড়াবেন নির্দল হয়ে

রবিবার আলির রাজগ্রামের অফিসে কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের শামসুল কামলিন, কংগ্রেসের মুরারই ২ ব্লক সহ-সভাপতি দেবপ্রকাশ ধর, তৃণমূলের মহম্মদ আলিমুদ্দিন-সহ অনেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ২৩:০৬
Share:

নিজস্ব চিত্র

ভোটের মুখে ভাঙন বীরভূমের তৃণমূল কংগ্রেসে। দল ছাড়লেন বীরভূম জেলায় তৃণমূলের সহ-সভাপতি আলি মুর্তাজা খান। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে ২৮০ ভোটে তৃণমূলের আবদুর রহমানের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। ভোটের পরেই যোগদান করেন তৃণমূলে। এ বারও তৃণমূলের হয়ে তাঁকে প্রার্থী করার দাবি করে জেলা নেতৃত্বের কাছে আবেদন করেছিলেন আলি। কিন্তু দল ফের আবদুর রহমানকেই প্রার্থী হিসাবে ঘোষণা করে। নাম ঘোষণার কয়েকদিন পর করোনা আক্রান্ত হন আবদুর। এর পর প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় তৃণমূল।

Advertisement

আলি জানিয়েছেন, ‘‘ভেবেছিলাম নতুন প্রার্থী তালিকায় আমার নাম থাকবে। পরে দেখা গেল চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ মোশারফ হোসেনকে প্রার্থী করা হয়েছে। এতেই আমাদের কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকলের মতামত নিয়ে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৭ এপ্রিল মনোনয়ন জমা দেব।’’

রবিবার আলির রাজগ্রামের অফিসে কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের শামসুল কামলিন, কংগ্রেসের মুরারই ২ ব্লক সহ-সভাপতি দেবপ্রকাশ ধর, তৃণমূলের মহম্মদ আলিমুদ্দিন-সহ অনেকে। আলির দাবি রবিবারের বৈঠকে ৪০ জন পঞ্চায়েত সদস্য, ১০ জন পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement