নিজস্ব চিত্র
মমতা বন্দ্যোপাধ্যায় ‘লেডি হিটলার’ বলে আক্রমণ করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী এবং তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরাই টুডুর সমর্থনে প্রচারে আসেন অভিনেত্রী পায়েল এবং শুভেন্দু। সেখানেই মমতাকে আক্রমণ করেন তিনি।
কথার শুরুতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ‘তোলাবাজ ভাইপো’ প্রসঙ্গ তুলে আনেন শুভেন্দু। রাজ্যের একাধিক পুরসভাগুলিতে নির্বাচন না করে প্রশাসক বসানো থেকে শুরু করে পঞ্চায়েত ভোটে ‘সন্ত্রাস’-এর অভিযোগ করেন তিনি। পাশাপাশি, মুখ্যমন্ত্রীকে ‘লেডি হিটলার’ বলেও আক্রমণ করেন। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বার বার উত্তরবঙ্গে কাজে আসেন না, বেড়াতে আসেন। পাহাড়ে ও ডুয়ার্সের বিভিন্ন জায়গায় তাঁর এই ভ্রমণের জন্য তিরিশটি প্রাসাদ ও হেলিপ্যাড তৈরি করেছেন লেডি হিটলার।’’
শুভেন্দুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস বলেন, ‘‘শুভেন্দুবাবু নন্দীগ্রামে হারবেন জেনে ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে। সেই কারণেই মুখ্যমন্ত্রীকে উনি এ ভাবে আক্রমণ করছেন। উনি নিজে কী, তা একবার ওঁকেই জিজ্ঞাসা করেন দেখুন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ জুড়ে উন্নয়ন করেছেন। কার ক’টা প্রাসাদ আছে, তা শুভেন্দুবাবু জনসমক্ষে না বললেও তাঁর উত্তর কী হবে, তা বাংলার মানুষ জানেন। উনি রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যাচার করছেন।’’