SUCI

Bengal Polls: প্রতিষ্ঠা দিবসে সমাবেশ স্থগিত এসইউসি-র 

গোটা রাজ্যেই স্থানীয় ভাবে দলের ৫-৭ কর্মী পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ০৪:২৪
Share:

প্রতীকী ছবি।

কোভিড পরিস্থিতির কারণে কোনও কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াই পালিত হল এসইউসি-র ৭৪ তম প্রতিষ্ঠা দিবস। শিবপুর পার্টি সেন্টারে দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। গোটা রাজ্যেই স্থানীয় ভাবে দলের ৫-৭ কর্মী পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করেছেন। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির চূড়ান্ত অবহেলার কারণে অগণিত সাধারণ মানুষের মৃত্যুতে গভীর উদ্বেগ এবং সরকারের তরফে কার্যকরী পদক্ষেপের দাবি তোলা হয়েছে প্রতিষ্ঠা দিবসের অবসরে। পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে গত বছরের ভয়াবহ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য রাজ্যবাসীর কাছে সংগঠিত আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন এসইউসি নেতা-কর্মীরা।

Advertisement

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement