বিজেপি প্রার্থী উমেশ রায়ের সমর্থনে সভা দলের সর্বভারতীয় নেতা শাহনওয়াজ হোসেনের। নিজস্ব চিত্র।
বিজেপি-র সর্বভারতীয় নেতা শাহনওয়াজ হোসেনের জনসভায় ইট ছোড়ার অভিযোগ উঠল। এই ঘটনার পিছনে তৃণমূলই জড়িত বলে দাবি করেছেন শাহনওয়াজ। যদিও অভিযোগ অস্বীকার করে একে বিজেপি-র নাটক বলে আখ্যা দিয়েছে ত়ৃণমূল।
মঙ্গলবার হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রায়ের সমর্থনে পিলখানা এলাকায় সভা করছিলেন শাহনওয়াজ। রাত সাড়ে ৮টা নাগাদ সভায় ভাষণ দেওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। যদিও ইটের আঘাত থেকে বেঁচে যান শাহনওয়াজ। তবে এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি।
মঙ্গলবার রাতেই গোলাবাড়ি থানায় গিয়ে অভিযোগ করেন শাহনওয়াজ। তাঁর দাবি, ‘‘তৃণমূল পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে। আমার ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা রয়েছে। কিন্তু সভাস্থলে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছিল না। বিজেপি কর্মীরা যদি পাথর আটকে না দিতেন, তা হলে বড় কিছু ঘটতে পারত।’’ যদিও শাহনওয়াজের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্রের পাল্টা দাবি, ‘‘বিজেপি কোনও ভাবে লড়াইতে টিকে থাকতে পারছে না। তাই এ সব নাটক করছে। বাইরে থেকে নেতা এনে সভা করছে। মানুষ এর জবাব দেবে।’’
তৃণমূলের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি শাহনওয়াজ। তিনি বলেন, ‘‘তৃণমূল পাথর ছুড়ছে কিন্তু মানুষ বিজেপি-কে ফুল দিচ্ছে। তাই সোনার বাংলা গড়তে বিজেপি প্রস্তুত।’’