2021 West Bengal Assembly Election

Bengal election: ‘নির্বাচনের টাকা নিয়ে কেলি’! তথাগতর কাছে প্রমাণ চান তাঁর দলীয় প্রার্থী শ্রাবন্তী

অভিনেত্রী বলেন, ‘‘উনি দীর্ঘদিন বিজেপির সঙ্গে আছেন। তবে আমার মনে হয়, এই ধরনের মন্তব্য করার আগে ওঁর বিষয়টি জেনে নেওয়া উচিত ছিল।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২১ ১৯:৪২
Share:

তথাগত রায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।

প্রমাণ থাকলে তবেই কথা বলুন, বিজেপি-র বর্ষীয়ান নেতা তথাগত রায়কে বললেন দলের পরাজিত প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

Advertisement

টলিউডের এই নায়িকাকে বিজেপি-র টিকিট দেওয়া নিয়ে প্রশ্ন তুলে আক্রমণাত্মক টুইট করেছিলেন তথাগত। এমনকি, নির্বাচনের টাকায় ‘কেলি’ করে বেড়াচ্ছেন বলেও নেটমাধ্য়মে কটাক্ষ করেন তিনি। জবাবে নায়িকার প্রশ্ন, ‘‘আপনার কাছে কি প্রমাণ আছে, আমরা ভোটের টাকায় বেড়িয়েছি বা কেলি করেছি! যদি থাকে, তা হলে প্রমাণ দিয়ে তবেই কথা বলুন।’’

ভোটের দিন ক’য়েক আগে তৃণমূলের প্রার্থী মদন মিত্রের সঙ্গে বিজেপির তিন তারকা প্রার্থী শ্রাবন্তী, পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্তীর নৌকাবিহারের ঘটনা নিয়েই বিতর্কের সূত্রপাত। মঙ্গলবার সকালে সেই ঘটনার প্রসঙ্গ টেনে বেশ কয়েকটি টুইট করেছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত। সেখানে পায়েল-শ্রাবন্তী তনুশ্রীদের ‘নগরীর নটী’ বলেও বিদ্রুপ করেন তিনি। পরে এ ব্যাপারে তাঁরই দলের প্রার্থী শ্রাবন্তীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘‘উনি দীর্ঘদিন বিজেপির সঙ্গে আছেন। ওঁর কথা শুনেছি। তবে আমার মনে হয়, এই ধরনের মন্তব্য করার আগে ওঁর বিষয়টি জেনে নেওয়া উচিত ছিল।’’

Advertisement

শ্রাবন্তী বলেন, ‘‘উনি বলেছেন, আমরা ভোটের টাকায় বেড়িয়েছি। কেলি করেছি। ওঁর এই মন্তব্যের কোনও প্রমাণ কি ওঁর কাছে আছে? যদি থাকে তবে তা দয়া করে সামনে আনুন। তারপর অভিযোগ করুন।’’

প্রসঙ্গত, মদনের সঙ্গে পায়েল শ্রাবন্তীদের নৌকাবিহার নিয়ে তথাগত টুইটারে লিখেছিলেন, ‘‘নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি’?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement