ফাইল চিত্র।
রাজ্যে তিন পর্বের ভোটেই হিংসার ঘটনায় উদ্বিগ্ন হয়ে নির্বাচন কমিশনের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানাল ‘সেভ ডেমোক্র্যাসি’। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) চিঠি পাঠিয়ে ওই মঞ্চের সম্পাদক চঞ্চল চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, কেন্দ্রীয় বাহিনী এলেও বিভিন্ন এলাকায় তাদের ঠিক সময়ে টহল দিতে দেখা যাচ্ছে না কেন? তার ফলে, ভোটের দিনে গণ্ডগোল তো বটেই, তার আগেও মানুষকে যথেচ্ছ ভয় দেখানো, হুমকি দেওয়া চলছে। প্রচারে গিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে ‘ঘেরাও’ করার যে ডাক দিয়েছেন, তাতেও আদতে হিংসার প্ররোচনা আছে বলে চঞ্চলবাবুদের অভিযোগ। কিছু জায়গায় যখন ভোট চলছে, তখন সেখানে অন্য জায়গা থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর প্রচারের সরাসরি সম্প্রচার বন্ধ করার জন্য কমিশনের উদ্যোগী হওয়ার দাবিও জানিয়েছে ‘সেভ ডেমোক্র্যাসি’।