West Bengal Assembly Election 2021

Bengal Polls: ইস্তাহারের পরে যৌথ আবেদনের পথে মোর্চা

জোটের বার্তা দিতে মঙ্গলবারই চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের সমর্থনে মিছিল শুরু করা হয়েছে আলিমুদ্দিন স্ট্রিট থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৬:৪৫
Share:

শ্যামপুরে কংগ্রেস প্রার্থী অমিতাভ চক্রবর্তীর সমর্থনে সভায় এআইসিসি পর্যবেক্ষক জিতিন প্রাসাদ। নিজস্ব চিত্র।

জোটের দুই শরিক বামফ্রন্ট ও কংগ্রেস বিধানসভা ভোটের জন্য তাদের ইস্তাহার প্রকাশ করেছে। এ বার সংযুক্ত মোর্চার তরফে প্রকাশিত হতে চলেছে যৌথ আবেদন। আলিমুদ্দিন স্ট্রিটে আজ, বুধবার বামফ্রন্ট, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) নেতাদের উপস্থিতিতে ওই আবেদন প্রকাশ হওয়ার কথা। বাম ও কংগ্রেস নেতাদের দাবি, রাজ্যে বিজেপি ও তৃণমূলের দ্বিমেরু দ্বৈরথের বাইরে তৃতীয় বিকল্পের প্রতি মানুষের সাড়া মিলছে। তৃণমূল এবং বিজেপি কেউ কারও বিকল্প নয়, বরং সাধারণ মানুষের স্বার্থে সংযুক্ত মোর্চার সরকার প্রয়োজন— এই বার্তা নিয়েই তৈরি হচ্ছে যৌথ আবেদন।

Advertisement

জোটের বার্তা দিতে মঙ্গলবারই চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের সমর্থনে মিছিল শুরু করা হয়েছে আলিমুদ্দিন স্ট্রিট থেকে। বাঁকুড়ায় সকালে নির্বাচনী সভা সেরে সন্ধ্যায় ওই মিছিলের শুরুতে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারাণ সম্পাদক (সংগঠন) মনোজ চক্রবর্তীও। ভবানীপুরের প্রার্থী নিয়ে কংগ্রেসের অন্দরে যা-ই অসন্তোষ থাকুক, সেখানকার কংগ্রেস প্রার্থী শাদাব খান ও চৌরঙ্গির সন্তোষকে নিয়ে যৌথ প্রচারের সূচনায় ছিলেন সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার। হাওড়ার শ্যামপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অমিতাভ চক্রবর্তীর সমর্থনে এ দিন কর্মসূচিতে গিয়েছিলেন এআইসিসি-র তিন পর্যবেক্ষক বি কে হরিপ্রসাদ, জিতিন প্রসাদ এবং বি পি সিংহ। তার আগে সবংয়েও গিয়েছিলেন হরিপ্রসাদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement