BJP

Bengal Polls: সম্মুখ সমরে রবি, মিহির

তৃণমূলের ‘হেভিওয়েট’ প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল ছেড়ে আসা প্রবীণ বিধায়কের উপরে আস্থা রাখল বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কোচবিহার শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ০৭:৫৪
Share:

রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে মিহির গোস্বামী ফাইল চিত্র

তৃণমূলের ‘হেভিওয়েট’ প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল ছেড়ে আসা প্রবীণ বিধায়কের উপরে আস্থা রাখল বিজেপি। বৃহস্পতিবার প্রকাশিত প্রার্থী তালিকায় নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে মিহির গোস্বামীকে প্রার্থী করে বিজেপি। কিছুদিন আগেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিহির।

Advertisement

রাজনৈতিক মহলের বক্তব্য, শাসকদলের রাজনীতিতেও মিহির-রবীন্দ্রনাথ ‘দ্বৈরথ’ ছিল। এ বারে তাঁরা মুখোমখি লড়াইয়ে নামছেন। এ দিন কোচবিহার দক্ষিণেও প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ওই কেন্দ্রে বিজেপির পুরনো নেতা নিখিলরঞ্জন দে-র উপরেই আস্থা রেখেছে দল। নিখিল একসময় বিজেপির কোচবিহার জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। সেই সঙ্গে তিনি কোচবিহার দক্ষিণ বিধানসভায় বিজেপির হয়ে লড়াইও করেছেন। নিখিল বলেন, “কে প্রার্থী হল তা বড় কথা নয়। এখানে দল বড়। আমরা সবাই মিলে দলের সব প্রার্থীকে জয়ী করব।” তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এটুকু বলতে পারি বিজেপির এক জন প্রার্থীও জিতবেন না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন।”

এ দিন বিকেলে সাড়ে ৪টে নাগাদ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হলেও কোচবিহারের কথা সেখানে উল্লেখ ছিল না। পরে অবশ্য আরেকটি তালিকায় কোচবিহারের ওই দুই বিধানসভা-সহ আরও কয়েকটি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

Advertisement

তৃণমূল অবশ্য কয়েক দিন আগেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তাতে পুরনো কেন্দ্র নাটাবাড়িতেই রবীন্দ্রনাথকে প্রার্থী করেছে তৃণমূল। ওই কেন্দ্র থেকেই পর পর দু’বার বিধায়ক হয়েছেন রবীন্দ্রনাথ। এ বারের লোকসভা নির্বাচনের নিরিখে ওই কেন্দ্র থেকে ১৮ হাজারের বেশি ভোটে ‘লিড’ নেয় বিজেপি। তাই প্রার্থী ঘোষণা হওয়ার পরে গোটা এলাকা চষে বেড়াচ্ছেন রবীন্দ্রনাথ।

বামেদের দাবি, ওই দু’জনের কাউকেই মানুষ পছন্দ করবেন না। কারণ তাঁরা দু’জনেই শাসন ক্ষমতায় থেকে কোনও কাজ করেননি। মিহির বলেন, “সব সময়ই বলবে। মানুষ আমাদের সঙ্গেই আছেন।”

কোচবিহার দক্ষিণ বিধানসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থীও দিন কয়েক ধরে জোরপ্রচার শুরু করেছেন। এ দিন তিনি তাঁর মনোনয়নপত্রও জমা দিয়েছেন। নিখিলরঞ্জনের নাম ঘোষণা হওয়ার পর থেকে প্রচারও শুরু করেন দলের কর্মীরা। বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা বলেন, “সব প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে। প্রচারও জোরকদমে চলছে। জয়ী আমরাই হবো।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement