West Bengal Assembly Election 2021

WB Election 2021:পুলিশ আটকে দিল রোড-শো 

এ দিন বান্দোয়ান বিধানসভার বিজেপি প্রার্থী পার্শী মুর্মুর সমর্থনে রোড-শো ও পথসভার আয়োজন করেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ০৭:০১
Share:

nবান্দোয়ানের বিজেপি প্রার্থী পার্শী মুর্মুর সমর্থনে বরাবাজারে রোড শো উত্তর পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির। নিজস্ব চিত্র।

দিল্লির বিজেপি সাংসদ তথা ভোজপুরি গায়ক মনোজ তিওয়ারির রোড-শো আটকে দিল পুলিশ। শনিবার পুরুলিয়ার বরাবাজারে চকবাজারে পথসভা করে দ্বিতীয় দফার রোড-শো শুরু করার সময়ে ওই এলাকায় প্রচারে অনুমতি নেই দাবি করে পুলিশ তা আটকে দেয়। তা ঘিরে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সামান্য ধস্তাধস্তি হয়।

Advertisement

এ দিন বান্দোয়ান বিধানসভার বিজেপি প্রার্থী পার্শী মুর্মুর সমর্থনে রোড-শো ও পথসভার আয়োজন করেন বিজেপি নেতৃত্ব। চপারে বরাবাজারের ইন্দট্যাঁড় মাঠে নামেন সাংসদ। সেখান থেকে শুরু হয় রোড-শো। জয়নগর পাড়া হয়ে রোড-শো থামে চকবাজারে। সেখানেই পথসভা হয়। পরে আবার নামোপাড়ার দিকে রোড-শো যাওয়ার সময়ে আটকে দেয় পুলিশ। সেখানে তিনি অভিযোগ করেন, ‘‘মানুষজন অপেক্ষায় রয়েছেন। কিন্তু তা-ও পুলিশ মিছিল আটকে দিল! নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে। মনে হচ্ছে যেন এমার্জেন্সি চলছে। এই অন্যায় আর কত দিন চলবে?”

যদিও ওই এলাকায় রোড-শো করার কোনও অনুমতি ছিল না বলে দাবি করেছে জেলা তৃণমুল। জেলা তৃণমুলের মুখপাত্র নবেন্দু মাহালি বলেন, ‘‘বরাবাজারে রোড-শোর কোনও অনুমতি নেয়নি বিজেপি। শুধুমাত্র হেলিপ্যাডের অনুমতি নেওয়া হয়েছিল। কী ভাবে তাঁরা রোড-শো করল তা জানতে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দেব।’’ যদিও বিজেপির কিসান মোর্চার জেলা সভাপতি বিপ্লব চট্টোপাধ্যায় দাবি করেন, ‘‘অনুমতির জন্য অনলাইনে আবেদন জানানো হয়েছিল।”

Advertisement

যদিও জেলাশাসক এবং এসডিও (মানবাজার) ফোন ধরেননি। জবাব দেননি মেসেজের। তবে বরাবাজার থানার পুলিশ জানিয়েছে, হেলিপ্যাড থেকে চকবাজারের পথসভার মঞ্চ পর্যন্ত গাড়ি যাওয়ার অনুমতি নেওয়া ছিল। রোড-শোয়ের অনুমতি ছিল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement