West Bengal Assembly Election 2021

Bengal polls: ষষ্ঠ পর্বে ঘাসফুল আর পদ্মে অভিযুক্ত প্রার্থী সমান সমান

ষষ্ঠ পর্বে উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের ৪৩টি কেন্দ্রে ৩০৬ জন প্রার্থী এ বারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ০৬:২৩
Share:

ফাইল চিত্র।

রাজনৈতিক শক্তির নিরিখে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটে যুযুধান কোন দল কোথায় দাঁড়িয়ে, তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের যৌথ সমীক্ষা বলছে, আগামী ষষ্ঠ দফার নির্বাচনে গুরুতর অভিযোগে অভিযুক্ত প্রার্থী-সংখ্যার নিরিখে একই জায়গায় আছে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় চারটি জেলায় মোট ৪৩টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। তৃণমূল এবং বিজেপি সব আসনে লড়ছে এবং দু’দলেরই ২০ জন করে প্রার্থী ধর্ষণ-সহ বিভিন্ন গুরুতর মামলায় অভিযুক্ত।

Advertisement

ষষ্ঠ পর্বে উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের ৪৩টি কেন্দ্রে ৩০৬ জন প্রার্থী এ বারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের পেশ করা হলফনামা বিশ্লেষণ করে দুই সমীক্ষক সংস্থার যৌথ রিপোর্টে জানানো হয়েছে, ওই ৩০৬ জনের মধ্যে ৭১ জন অর্থাৎ ২৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধেই গুরুতর মামলা রয়েছে। ধর্ষণ সংক্রান্ত মামলা আছে এক জন প্রার্থীর বিরুদ্ধে। সমীক্ষকদের বক্তব্য, অভিযুক্ত, বিশেষত গুরুতর অপরাধের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা যাতে কোনও নির্বাচনেই প্রার্থী হিসেবে দাঁড়াতে না-পারেন, বিভিন্ন মহল থেকে বার বার সেই দাবি উঠেছে, উঠছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, লোকসভা হোক বা বিধানসভা, সেই দাবির তোয়াক্কা না-করে প্রধান রাজনৈতিক দলগুলি বারংবার প্রার্থী করছে অভিযুক্তদের। এ বারেও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। যে-চার দফা ভোট হয়ে গিয়েছে, তার প্রায় প্রতিটি ক্ষেত্রেই অভিযুক্তেরা প্রার্থী হয়েছেন।

ষষ্ঠ দফার নির্বাচনে কোটি টাকার বেশি সম্পদের অধিকারী প্রার্থীর সংখ্যাও কম নয়। রিপোর্ট বলছে, ওই পর্বের ৬৬ জন প্রার্থীর এক কোটি টাকা বা তার বেশি সম্পদ রয়েছে। শতাংশের নিরিখে ২২ শতাংশ প্রার্থী কোটিপতি। এই দফায় সব থেকে ধনী উত্তর দমদমের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার। প্রাক্তন কেন্দ্রীয় সরকারের চাকুরে অর্চনাদেবীর মোট সম্পদের পরিমাণ প্রায় ২৮ কোটি টাকা। বিজেপির ১৯ জন প্রার্থীর সম্পদের পরিমাণ এক কোটি টাকার বেশি। তৃণমূলের ২৮ জন প্রার্থীর এক কোটি বা তার বেশি টাকার সম্পদ রয়েছে।

Advertisement

রিপোর্টে জানানো হয়েছে, ষষ্ঠ দফার প্রার্থীদের মধ্যে ১৬৫ জন স্নাতক বা তার থেকে উচ্চ ডিগ্রিধারী। এক জন নিরক্ষর প্রার্থীও আছেন। ৫৯ জন প্রার্থীর বয়স ৬১ থেকে ৮০ বছরের মধ্যে। ৩০৬ জন প্রার্থীর মধ্যে ২৭ জন অর্থাৎ নয় শতাংশ মহিলা। এর নিরিখে অনেকের বক্তব্য, সংসদীয় রাজনীতিতে মহিলাদের প্রতিনিধিত্ব যে সত্যিই কম, ষষ্ঠ পর্বের প্রার্থী-তালিকাতেও সেটা স্পষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement