জনসভায় নরেন্দ্র মোদী। নিজস্ব চিত্র।
পঞ্চম দফার ভোট চলাকালীন ফের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুটি জনসভা আছে তাঁর। প্রথম সভা করলেন আসানসোলে। কোচবিহারের শীতলখুচির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের অডিয়ো টেপ প্রকাশ করেছে বিজেপি। সেই টেপের কথা আসানসোলের সভায় টেনে আনলেন মোদী। বললেন, মৃত্যু নিয়ে রাজনীতি দিদির পুরনো অভ্যাস।
প্রধানমন্ত্রী কী কী বললেন সভা থেকে।
• এই পবিত্র মাটিকে সম্মান জানাচ্ছি।
• আমি নববর্ষের পরে প্রথম এলাম। এত বেশি লোক কোনও সভায় দেখিনি।
• চার দফার ভোটদান, দিদি-ভাইপো খান-খান। বাকি চার দফার ভোটদান, দিদি-ভাইপো টিকিট কাটান।
• আসানসোল দেশের শিল্পনগরী হয়ে উঠতে পারে।কিন্তু এত দিন ধরে আসানসোলে কয়লার মাফিয়া রাজ চলেছে।এই টাকা কার কাছে গিয়েছে সবাই জানে। রাজ্যে সবাইকে ভাইপো ট্যাক্স দিতে হয়। এই মাফিয়া রাজ খতম করতে পারে আপনার ভোট।
• ১০ বছর আপনাদের সঙ্গে প্রতারণা করেছেন দিদি। বাংলার উন্নয়নের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। তাই এ বার বিজেপি-কে ক্ষমতায় আনুন। বিজেপি সোনার বাংলা গড়বে। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। দিদি আর তো ১ মাসও বাকি নেই। কয়লা ধুলেও ময়লা যায় না।
• ১০ বছরে বিজেপি-র অনেক কর্মীকে খুন করা হয়েছে।
• দিদির অহঙ্কার বেড়ে গিয়েছে। কেন্দ্রের ডাকা কোনও বৈঠকেই দিদি যান না। বাংলার মানুষের হয়ে কথা বলার সময় নেই দিদির।
• শুধু আমাকে খারাপ কথা বলাই নয়, দিদি কেন্দ্রীয় বাহিনী, জওয়ানদেরও খারাপ কথা বলছেন। আক্রমণ করছেন।
• কোচবিহারে ৫ জনের দুঃখজনক মৃত্যু নিয়ে রাজনীতি করেছেন দিদি। তার অডিয়ো টেপ সামনে এসেছে। মৃত্যু নিয়ে রাজনীতি দিদির পুরনো অভ্যাস।
• বাংলার জনতা দিদিকে আজীবনের জন্য একটা সার্টিফিকেট দিয়ে দেবে। সেটা হল ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’। সেটা নিয়ে ঘুরে বেড়াবেন।
• আসানসোলে রামনবমীর দিন হিংসার ঘটনা আমরা ভুলতে পারি না। সেই সময় তুষ্টিকরণের রাজনীতি করেছিলেন দিদি। তাই এ বার বাংলায় আসল পরিবর্তন হবে।
• বিজেপি ক্ষমতায় এলে জাতি, ধর্ম নির্বিশেষে মহিলাদের সুরক্ষার দিকে জোর দেওয়া হবে। ধর্ষণের মতো ঘটনার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তোলা হবে।
• এ বার সংঘাত নয়, উন্নয়ন হবে। হিংসা নয়, পেটে ভাত হবে।