Narendra Modi

Bengal Polls: হেরে গেলে তৃণমূল দলটাই উঠে যাবে, ডুমুরজলায় মন্তব্য মোদীর

তৃণমূলের জমানায় হাওড়ায় শিল্প শেষ। কাটমানি, তোলাবাজের সরকার চলছে, ডুমুরজলায় মন্তব্য প্রধানমন্ত্রীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডুমুরজলা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১৬:২৩
Share:

ডুমুরজলায় নরেন্দ্র মোদী।

তৃতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন হাওড়ার জুমুরজলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেন, ‘‘ দুর্নীতপরায়ণ সরকার বাংলাকে দুর্দশা ছাড়া কিছু দেয়নি। দিদি ১০ বছরের রাজত্ব, পৌরসভা, পৌরনিগমগুলি মানুষকে পরিষেবা প্রদানে গুরুত্ব দেয়নি। বিল্ডিং পরিকল্পনা, জল, পার্ক নির্মাণে কাটমানি এবং দুর্নীতিতে প্রাধান্য দিয়েছে।’’

Advertisement

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মোদী বলেন, ‘‘দিদি বাংলার সঙ্গে যা করেছেন, তা এখন সকলের সামনে। তাই বাংলার মানুষকে আজ হুমকি দিতে হচ্ছে দিদিকে। দিদি বলেন, ‘দেখে নেব আমরা’। বাংলার মানুষের কাছে আমরা সেবার সুযোগ চাইছি। দিদি বলেন, ‘আমরা দেখে নেব। বিজেপি বলে আমরা সেবা করব।’’

বাংলা উচ্চারণ নিয়ে তৃণমূলের তরফে যে কটাক্ষ সইতে হয়েছে, তা নিয়েও মুখ খোলেন মোদী। তিনি বলেন, ‘‘যেখানেই যাই সেখানকার ভাষা বলার চেষ্টা করি। উচ্চারণে ভুল হয়। কিন্তু সম্মানের সঙ্গেই চেষ্টা করি। হিন্দিতে বলার সময়ও অনেক ভুল করি। বাংলা উচ্চারণেও সমস্যা রয়েছে জানি। তা-ও বলি কারণ বাংলাকে সম্মান করি। এটাকে তো উৎসাহ দেওয়া উচিত। কিন্তু তা নিয়ে কটাক্ষ করেন দিদি।’’

Advertisement

• দিদি যে টাকা আটকে রেখেছিলেন, সকলের হাতে তুলে দেব। হাওড়ার সৌন্দর্যায়ন হোক, রাস্তা ভাল হোক, কে না চায়। এ সব বিজেপি-র প্রতীক। আপনাদের করে দেখাব আমরা। ইস্ট-ওয়েস্ট মেট্রো গড়ে মানুষের সময় বাঁচিয়েছি আমরা: মোদী

• দিদি আপনার খেলা এ বার বন্ধ হবে। ২ মে-র পর ডাবল ইঞ্জিন সরকার হাওড়া-সহ গোটা বাংলায় আসল পরিবর্তনের জন্য কাজ করতে আসছে। বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই গরিব, কৃষক, শ্রমিক এবং মধ্যবিত্তদের রেহাই দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। আয়ুষ্মান যোজনা, কিসান সম্মান নিধি সকলের জন্য সুনিশ্চিত করা হবে: মোদী

বাংলার আচরণ হল পরিচ্ছন্ন ব্যবহার, মানবপ্রেম ও দেশপ্রেম, সততার প্রতি নিষ্ঠা, সেবা, ত্যাগ ও বলিদান। হাওড়া শুধু বাংলার নয়, গোটা দেশের প্রতীক। কিন্তু দুর্নীতপরায়ণ সরকার বাংলাকে দুর্দশা ছাড়া কিছু দেয়নি। দিদি ১০ বছরের রাজত্ব, পৌরসভা, পৌরনিগমগুলি মানুষকে পরিষেবা প্রদানে গুরুত্ব দেয়নি। বিল্ডিং পরিকল্পনা, জল, পার্ক নির্মাণে কাটমানি এবং দুর্নীতিতে প্রাধান্য দিয়েছে। তৃণমূলের সিন্ডিকেট নিয়ে একটি অডিয়ো টেপ এখন চর্চার বিষয়বস্তু। নিউটাউন থেকে কী ভাবে নির্মাণের সিন্ডিকেট তৈরি হল, কী ভাবে ভাইপো সার্ভিস ট্যাক্স সকলকে বর্বাদ করে দিল, সকলে জানে। রাস্তায় জল জমে থাকে, কিন্তু বাড়িতে বিশুদ্ধ পানীয় জল আসে না। গঙ্গার পাড়েও মানুষ জলকষ্টে ভোগেন: মোদী

• কয়লা ধুলে ময়লা যায় না, মনে রাখবেন দিদি। পরাজয়ের হতাশায় আজকাল দিদি আমাকে গালি দেন। বাংলার মানুষ দিদির এই আচরণ দেখে দুঃখ পাচ্ছেন। দেশ-বিদেশে এর নিন্দা হচ্ছে। বাংলার এই কোন ছবি তুলে ধরছেন দিদি? আমার উচ্চারণ নিয়েও প্রশ্ন তুলছেন দিদি। প্রধানমন্ত্রী হিসেবে সাংসদ, মুখ্যমন্ত্রীদের জন্মদিনে আমার দফতর থেকে সকলকে চিঠি পাঠাই শুভেচ্ছা জানাই। আগে ইংরেজিতে চিঠি যেতো। আমি আসার পর সকলকে তাঁদের মাতৃভাষায় চিঠি লিখে পাঠাই। তার অর্থ এই নয় যে আমি সব ভাষা জানি। বরং সব ভাষাকে সম্মান করি বলেই করি। আমি দিদিকে বাংলায় লিখেছিলাম একবার, দিদি গুজরাতিতে জবাব দিয়েছিলেন। তখন খুব ভাল লেগেছিল আমার। কারণ এত ভাষাভাষির দেশ বিশ্বের আর কোথাও নেই। যেখানেই যাই সেখানকার ভাষা বলার চেষ্টা করি। উচ্চারণে ভুল হয়। কিন্তু সম্মানের সঙ্গেই চেষ্টা করি। হিন্দিতে বলার সময়ও অনেক ভুল করি। বাংলা উচ্চারণেও সমস্যা রয়েছে জানি। তা-ও বলি কারণ বাংলাকে সম্মান করি। এটাকে তো উৎসাহ দেওয়া উচিত। কিন্তু তা নিয়ে কটাক্ষ করেন: মোদী

• বাংলার মানুষকে ভয় দেখিয়ে রেখেছেন। দিদি-ই-ই-ই, ও দিদি-ই-ই, বাংলার মানুষ আপনাকে কত বিশ্বাস করেছিলেন। কিন্তু আপনি বিশ্বাস ভেঙে দিয়েছেন। আপনি বাংলার মানুষের আবেগ নিয়ে খেলেছেন, সকলের মন ঙেভে দিয়েছেন: মোদী

• এই নির্বাচনে কড়ায় গণ্ডায় হিসেবে নেবেন। দিদি এত অহঙ্কারী যে বাংলার ভোটারদের নিজের জমিদারি ভাবছেন। দিদি বাংলার মানুষের উদ্দেশেই বলেছিলেন, ‘যে গরু দুধ দেয়, তার লাথিও খেতে হয়’। মনে আছে তো দিদি: মোদী

• দিদি বাংলার ভাই-বোনদের দেখতে পান না, উনি শুধু ভোট দেখতে পান। দিদির অভিযোগ, আপনারা টাকা নিয়ে জনসভায় আসেন। আপনারাই বলুন, আপনারা টাকা নিয়ে আসেন, না এখানে আসার পর আপনারা টাকা পান? তাহলে বলুন দিদি আপনাদের অপমান করলেন কি না? রাগ হয় না আপনাদের? পোলিং বুথে বোতাম টিপে জবাব দিন: মোদী

• দিদি বাংলার সঙ্গে যা করেছেন, তা এখন সকলের সামনে। তাই বাংলার মানুষকে আজ হুমকি দিতে হচ্ছে দিদিকে। দিদি বলেন, ‘দেখে নেব আমরা।’ বাংলার মানুষের কাছে আমরা সেবার সুযোগ চাইছি। দিদি বলেন, ‘আমরা দেখে নেব। বিজেপি বলে আমরা সেবা করব’: মোদী

• ক্ষুদ্র-মাঝারি শিল্প এক সময় বাংলার শক্তি ছিল, আজ তার কী পরিস্থিতি, তা সকলে দেখছেন। এর একটাই কারণ, বছরের পর বছর ধরে চলে আসা কুশাসন এবং দিদির সরকারের দুর্নীতি: মোদী

• শ্যামাপ্রসাদ বলতেন শাসন রাজত্বে করার জন্য নয়, নাগরিকের স্বপ্ন পূরণের মাধ্যম। এটাই আসল পরিবর্তন। বাংলার সেটাই চাই। তার জন্য ২ মে-র পর বিজেপি-র ডাবল ইঞ্জিন সরকার তা-ই করে দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ: মোদী

• তৃণমূলের অন্দরে নেতাদের নিয়ে যএ রাগ ছিল, প্রতিদিন তা বেড়ে উঠছে। ২ মে হারের পর তৃণমূল দলটা উঠে যাবে কি না, তাই এখন চর্চার বিষয়: মোদী

• পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দিদির দল পোলিং এজেন্ট পাচ্ছে না। কিছু দিন আগে পর্যন্ত নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পোলিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তুলছিলেন। এখন প্রকাশ্যে মানছেন, পোলিং এজেন্সিই বিদ্রোগ করছে। গ্রামে গঞ্জে মা-বোনেদেরাই তৃমমূলের বিরোধিতা করছেন। তাই পরিবারের মানুষের উপর তাঁরাই চাপ দিচ্ছেন যে দমনকারী সরকারকে প্রত্যাখ্যান করতে হবে: মোদী

• দিদির তোলাবাজ, সিন্ডিকেট, অন্যায়-অত্যাচারী এবং হত্যাকারী সরকারের উপর সকলে ক্ষুব্ধ। বাংলা এবং নন্দীগ্রামই নয়, দিদির উপর রেগে রয়েছেন নন্দী: মোদী

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাহমকৃষণ পরমহংসের ঐতিহ্য বহনকারী হাওড়ার মাটিকে শত শত প্রণাম: মোদী

• আত্মনির্ভর ভারতের বড় প্রতীক হাওড়া গোটা দেশকে অনুপ্রেরণা জোগায়: মোদী

• বাংলার এই নির্বাচন অভূতপূর্ব। ১০ বছরে দিদি বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এ বার বাংলার মানুষ ওঁকে জবাব দিচ্ছেন: মোদী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement