প্রতীকী ছবি।
ভোটের আগে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে মুর্শিদাবাদে। গত দু’দিনে এই জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই বিধানসভার প্রার্থীর।
শুক্রবার বিকেলেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সামসেরগঞ্জের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসও মারা যান করোনা সংক্রমিত হয়ে। প্রসঙ্গত, এই সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর দু’টি বিধানসভা কেন্দ্রই মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত।
আগামী ২৭ এবং ২৯ এপ্রিল সপ্তম এবং অষ্টম দফায় ভোট মুর্শিদাবাদে। তার আগে সতর্কতা বিধি মেনে জঙ্গিপুর মহকুমার অধীন বেশিরভাগ বিধানসভা প্রার্থীরই করোনা পরীক্ষা করানো হয়েছে। যদিও কতজন আক্রান্ত তা বলতে চায়নি জেলা স্বাস্থ্য দফতর। তবে স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া তথ্য বলছে, গত কয়েকদিনে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে এই জঙ্গিপুর মহকুমা এলাকাতেই।
রঘুনাথগঞ্জ, সুতি এবং সামশেরগঞ্জ এলাকাতেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ১৮ জন স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন এই এলাকাগুলিতে। রঘুনাথগঞ্জ শহরে বেশিরভাগ পরিবারেই করোনা সংক্রমণ হয়েছে বলেও স্বাস্থ্য দফতর সূত্রে খবর। তবে এরই মধ্যে করোনার টিকা এসে পৌঁছেছে বলেও শুক্রবার জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের তরফে। টিকা নেওয়ার পরও অনেকে করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে।
নির্বাচনের আগে এলাকায় মিটিং-মিছিল চলছেই। তারই মধ্যে এই ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর।