Mithun Chakrabarty

WB Election: হাসপাতালের জেনারেল বেড থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে, ভাতারে প্রচারে মিঠুন-প্রতিশ্রুতি

সভা মঞ্চ থেকে মিঠুনের যুক্তি, ‘‘বড়লোকের সন্তান হবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে। গরিব বোনের বাচ্চা হবে সাধারণ শয্যার গরম ঘরে, তা হবে না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১৮:৩৪
Share:

নিজস্ব চিত্র

রাজনীতি নয়, তিনি মানুষনীতি বোঝেন। পূর্ব বর্ধমানের ভাতারের নির্বাচনী সভায় এমন মন্তব্যই করলেন মিঠুন চক্রবর্তী। শুক্রবার ভাতারের বিজেপি প্রার্থী মহেন্দ্র কোনারের সমর্থনে স্থানীয় একটি স্কুলে মাঠে সভা হয়। সেখানে মিঠুন বলেন, ‘‘রাজনীতি করতে নয়, মানুষনীতি করতে এখানে এসেছি। আমাদের জেলায় যে হাসপাতাল আছে, বিজেপি সরকার গড়লে সেখানে জেনারেল বেডের ঘরেও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসবে।’’

Advertisement

সভা মঞ্চ থেকে মিঠুনের মন্তব্য, ‘‘বড়লোকের সন্তান হবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে। আর আমার গরিব বোনের বাচ্চা হবে সাধারণ শয্যার গরম ঘরে, তা হবে না। বিজেপি সরকার গড়লে, মেয়েদের বাসে টিকিট লাগবে না। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা, কোনও পয়সা লাগবে না। মেয়েদের পড়াশোনা বিনামূল্যে হবে৷ বিধবাদের মাসে তিন হাজার করে ভাতা টাকা দেওয়া হবে। ১৮ বছর বয়স হলে প্রত্যেক বোনের অ্যাকাউন্টে ২ লক্ষ করে টাকা ঢুকবে।’’

শুক্রবার কিসান নিধি প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ‘‘বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর কৃষকরা প্রতি বছর কিসান নিধি প্রকল্পের ৬ হাজার করে টাকা পাবেন।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তৃণমূল ক্ষমতায় ফিরলে শুরু হবে দুয়ারে দুয়ারে রেশন প্রকল্প। সেই বিষয়টিকে কটাক্ষ করে মিঠুনের মন্তব্য, ‘‘বর্তমান সরকার বলছে, ক্ষমতায় এলে রেশন নাকি বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। ৬ কোটি লোককে রেশন দিতে ৬ কোটি লোক লাগবে। এত লোক কোথায়?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement