ফাইল চিত্র।
আট পর্বের ভোট শেষ। বুথ-ফেরত সমীক্ষার ইঙ্গিতও সামনে এসে গিয়েছে। এর পরে ভোটের প্রকৃত ফল-প্রকাশের পালা। তার আগে আজ, শুক্রবার দলের নেতা-প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, আগামী ২ মে-র গণনা-পর্বের আগে দলের নেতা-কর্মীদের প্রয়োজনীয় বার্তা দেওয়াই ওই বৈঠকের উদ্দেশ্য। কোভিড পরিস্থিতিতে তৃণমূল নেত্রীর আজকের বৈঠক হবে ভার্চুয়াল। জেলার নেতৃত্ব এবং সেই সঙ্গে প্রার্থীদেরও অনলাইন বৈঠকে ডেকে নিয়ে কথা বলতে পারেন তৃণমূল নেত্রী। এ বারের ভোটের প্রচারে বারেবারেই মমতা দলের কর্মীদের বলেছেন বুথ না ছাড়ার কথা। কোভিড পরিস্থিতির কারণে এ বার গণনা-কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে আরও কড়াকড়ি করেছে নির্বাচন কমিশন। এমনিতেই কম লোক থাকতে পারবেন, তার মধ্যে কোনও ভাবেই কোনও এজেন্ট যাতে গণনা সম্পূর্ণ হওয়ার আগে কেন্দ্র ছেড়ে চলে না আসেন— তা নিশ্চিত করতে চান মমতা। সেই লক্ষ্যেই আজ বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথা তৃণমূল নেত্রীর।