মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে জেলার শীর্ষনেতাদের কোভিড পরীক্ষা করা হল। ইতিমধ্যেই দলের সভানেত্রী মৌসম বেনজির নুরের করোনা ধরা পড়েছে। ফলে মমতার সভার আগে সতর্ক প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে খবর, বুধবার মালদহের হরিশ্চন্দ্রপুর তুলসীহাটের মাঠে নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সেই সভামঞ্চে দলের সভানেত্রী মৌসম বেনজির নুরের উপস্থিত থাকার কথা ছিল। যাঁদের কোভিড পরীক্ষা করা হবে, সেই তালিকা প্রথমেই তাঁর নাম ছিল। তবে সেই টেস্টের রিপোর্ট আসতেই করোনা পজিটিভ মৌসম। এর পরই মৌসমকে নিজের বাড়িতে নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। মৌসম নিজে এই খবর জানিয়ে বলেন, “আমার করোনার ধরা পড়লেও কোনও উপসর্গ নেই। তবুও চিকিৎসকদের পরামর্শ মানতে হবে। কোতোয়ালি বাড়িতে বসেই নির্বাচনী কাজ করছি।”
ভোটপ্রচারে ১২টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচার করেছেন মৌসম। কিন্তু করোনা ধরা পড়ায় শেষলগ্নের প্রচারে মৌসমবিহীন থাকছে মালদহের জোড়াফুল শিবিরের ভোটপ্রচার।