Bengal Polls 2021: সংঘর্ষ, নজরে বিজেপির ‘গোষ্ঠীদ্বন্দ্ব’

বিজেপির অভিযোগ, তৃণমূলের প্ররোচনাতেই ওই গোলমাল হয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে তাঁদের জড়াচ্ছে বিজেপি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ০৬:৫১
Share:

প্রতীকী ছবি।

দলীয় প্রার্থী পছন্দ না হওয়ায় অন্য সংগঠনের হয়ে প্রচার করছিলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের একাংশ। বৃহস্পতিবার রাতে পূর্বস্থলীর নতুন দামপাল চরে তাঁদের সঙ্গেই এক দল বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন চার জন। তাঁদের মধ্যে দু’জনকে পূর্বস্থলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে ন’জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির যদিও অভিযোগ, তৃণমূলের প্ররোচনাতেই ওই গোলমাল হয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে তাঁদের জড়াচ্ছে বিজেপি।

Advertisement

পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী গোবর্ধন দাসকে না মানার দাবিতে দিন কয়েক আগে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন দলের কর্মী-সমর্থকদের একাংশ। যদিও দল ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দেয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, এর পরেই বিক্ষুদ্ধেরা ‘ভারতীয় জন সঙ্ঘ’ নামে একটি সংগঠনের হয়ে প্রচারে নামে। সংগঠনের তরফে রানা সিংহ এ দিন দাবি করেন, ‘‘আমরা আগে বিজেপি করতাম। প্রার্থী পছন্দ না হওয়াই ভারতীয় জন সঙ্ঘের হয়ে প্রচার শুরু করেছি। সম্প্রতি বড় মিছিল করায় বিজেপি ভয় পেয়ে গিয়েছে।’’ তাঁর অভিযোগ, বৃহস্পতিবার রাতে চাটাই বৈঠক চলাকালীন সুজয় বিশ্বাস নামে এক কর্মীকে বিজেপির লোকজন ডেকে নিয়ে গিয়ে মারধর করে। বাঁচাতে গেলে তাঁর দাদা, বৌদিদেরও প্রহৃত হতে হয় বলে অভিযোগ। এই ঘটনায় মোট চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চঞ্চলা বিশ্বাস নামে এক মহিলার অভিযোগ, ‘‘আমরা অন্য সংগঠন করছি বলে বৈঠকে বিজেপি নেতা কর্মীরা স্বামী, দেওরকে বেধড়ক মারধর করেছে। কয়েকজনের শাড়ি ছিঁড়ে দেওয়া হয়।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ গোলমালের খবর পেয়ে নদী পেড়িয়ে ওই এলাকায় যায় পুলিশ। আহতদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শুক্রবার দু’তরফই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে থানায়। বিজেপির দাবি, তাঁরা অনুমতি নিয়েই দামপাল এলাকায় বৈঠক করছিলেন। আচমকা কয়েকজন গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে। প্রার্থী গোবর্ধনবাবুর দাবি, ‘‘বিজেপির লোকজন মারামারি, ঝামেলায় নিজেদের জড়ান না। দামপাল এলাকায় দলীয় বৈঠক হচ্ছিল। সেখানে তৃণমূলের দ্বারা প্ররোচিত হয়ে কিছু লোক ঝামেলা করার চেষ্টা করেছে বলে শুনেছি।’’ অভিযোগ উড়িয়ে তৃণমূল প্রার্থী তপন চট্টোপাধ্যায়ের দাবি, ‘‘ঘটনাটি প্রমাণ করে দিয়েছে বিজেপির গোষ্ঠীকলহ। আমাদের কোনও লোকজন এর সঙ্গে যুক্ত নন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement