TMC

WB election 2021: শীতলকুচিতে তৃণমূলের সভায় বোমাবাজি, হিতেনের গাড়ি ভাঙচুরের অভিযোগ, গোষ্ঠীকোন্দল বলছে বিজেপি

বুধবার বিকেল ৫টা নাগাদ শীতলকুচির নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুবাড়ি এলাকায় সভার আয়োজন করেছিল তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২১ ২০:১৮
Share:

হিতেন বর্মনের গাড়ি ভাঙচুর। নিজস্ব চিত্র

তৃণমূলের সভায় বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। স্থানীয় বিধায়ক হিতেন বর্মনের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।

Advertisement

বুধবার বিকেল ৫টা নাগাদ শীতলকুচির নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুবাড়ি এলাকায় সভার আয়োজন করেছিল তৃণমূল। অভিযোগ, ওই সভায় তৃণমূল কর্মীরা মিছিল করে যোগ দিতে যাওয়ার সময় বোমাবাজি করে বিজেপি কর্মীরা। তার জেরে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এর পর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। তারা এলাকায় ভাঙচুর চালায় বলেও দাবি তৃণমূলের। হিতেনের অভিযোগ, ‘‘প্রশাসনিক অনুমোদন নিয়ে নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। সভা চলাকালীন বিজেপির দুষ্কৃতীরা সভাস্থলে হামলা চালায়। ব্যাপক বোমাবাজি করা হয়। ভাঙচুর করা হয় আমার গাড়ি।’’

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আয়ত্তে আসে পরিস্থিতি। তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহারের বিজেপি নেতা রাজু রায়। তিনি বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবেই যুক্ত নয়। তৃণমূলের নিজেদের মধ্যেই কোন্দল চলছে। যার জেরে এই ঘটনা ঘটেছে। উল্টে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। বিজেপিকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement