মন ঘিসিং। ফাইল চিত্র
বিজেপি-র প্রার্থিতালিকা নিয়ে ক্ষোভ এ বার সমতলের সীমানা ছাড়িয়ে ছুঁল পাহাড়ও। দার্জিলিং, কার্শিয়ং এবং কালিম্পং এই তিনটি আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর তাতে ক্ষুব্ধ জিএনএলএফ। দুই শিবিরের সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে পাহাড়ে আলাদা করে প্রার্থী পর্যন্ত দিতে পারে জিএনএলএফ। এর মধ্যেই অবশ্য পাহাড়ের ৩ আসনে প্রার্থী ঘোষণা করেছেন বিমল গুরুং।
পাহাড়ে বিজেপি-র প্রার্থিতালিকা ঘোষণার পর, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং প্রেস বিবৃতি দিয়ে জানান, ‘আমাদের উপেক্ষা করে তিনটি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি। এটা আমরা মানতে পারছি না। দু’টি আসন আমাদের ছাড়ার কথা বলা হলেও, তা ছাড়া হয়নি।’ জিএনএলএফ ছাড়াও ক্ষুব্ধ পাহাড়ে বিজেপি-র আর এক সঙ্গী সিপিআরএম-ও। ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন করেছিল তারা। কিন্তু এ বার তাদের আসন না ছাড়ায় পৃথক ভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। ইতিমধ্যেই প্রার্থিতালিকাও ঘোষণা করে দিয়েছে তারা।
পাহাড়ের তিন আসনে প্রার্থী ঘোষণা করেছেন গুরুংও। দার্জিলিংয়ে পি টি ওলা, কার্শিয়ংয়ে নরবু লামা এবং কালিম্পংয়ে রাম ভুজেলকে প্রার্থী করা হয়েছে। জিএনএলএফ এবং সিপিআরএমের কাছেও সমর্থন চাইবেন বলে জানিয়েছেন গুরুং। তাৎপর্য পূর্ণ ভাবে পাহাড়ের ১৩টি জনগোষ্ঠী বিনয় তামাং-পন্থীদের সমর্থনের কথা ঘোষণা করেছে। গুরুং এবং বিনয় — মোর্চার এই দুই শিবির ভিন্ন ভাবে প্রার্থী দিলেও, দু’তরফেই অবশ্য তৃণমূলকে সমর্থনের কথা বলা হয়েছে।