West Bengal Assembly Election 2021

Bengal Polls: করোনার কারণে রাজ্যে মিছিল, রোড-শো নিষিদ্ধ করল কমিশন, ছোট সভাতেও বড় কড়াকড়ি

করোনা পরিস্থিতিতে রাজ্যে রোড শো এবং মিছিল বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকেই তা কার্যকর। প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাজ্যে করোনা পরিস্থিতিতে ভোট প্রক্রিয়া নিয়ে কমিশন গাফিলতি করেছে বলে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। নতুন নির্দেশে পদযাত্রা, রোড শো, বাইক মিছিলে নিষেধাজ্ঞার পাশাপাশি জনসভাতেও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। কমিশন জানিয়েছে, সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে সভা করা যাবে। তবে সেই সভাতেও কঠোর ভাবে মেনে চলতে হবে দূরত্ববিধি। এছাড়া নতুন করে কোনও মিছিল রোড শো-র অনুমতি দেওয়া হবে না। যেগুলির অনুমতি দেওয়া হয়েছে সেগুলিও বাতিল হবে। আর যে সব সভার অনুমতি দেওয়া হয়ে গিয়েছে সেগুলিতেও জমায়েতের ক্ষেত্রে নতুন নির্দেশই মানতে হবে। জানিয়েছে কমিশন। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ২১:১২
Share:

করোনা পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে নিয়ন্ত্রণ কমিশনের। গ্রাফিক — শৌভিক দেবনাথ।

করোনা পরিস্থিতিতে রাজ্যে রোড শো এবং মিছিল বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকেই তা কার্যকর।

Advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাজ্যে করোনা পরিস্থিতিতে ভোট প্রক্রিয়া নিয়ে কমিশন গাফিলতি করেছে বলে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট।

নতুন নির্দেশে পদযাত্রা, রোড শো, বাইক মিছিলে নিষেধাজ্ঞার পাশাপাশি জনসভাতেও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। কমিশন জানিয়েছে, সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে সভা করা যাবে। তবে সেই সভাতেও কঠোর ভাবে মেনে চলতে হবে দূরত্ববিধি। এছাড়া নতুন করে কোনও মিছিল রোড শো-র অনুমতি দেওয়া হবে না। যেগুলির অনুমতি দেওয়া হয়েছে সেগুলিও বাতিল হবে। আর যে সব সভার অনুমতি দেওয়া হয়ে গিয়েছে সেগুলিতেও জমায়েতের ক্ষেত্রে নতুন নির্দেশই মানতে হবে। জানিয়েছে কমিশন।

Advertisement

বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী তাঁর চারটি সভা বাতিল করেন পশ্চিমবঙ্গে। বদলে শুক্রবার বিকেল ৫টায় দিল্লি ভার্চুয়াল সভা করার ঘোষণা করেন তিনি। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর পূর্ব নির্ধারিত সব জনসভা বাতিল করে দেন। নিজের টুইটার হ্যান্ডেল থেকে মমতা ঘোষণা করেন, ‘রাজ্যে এবং দেশে কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে এবং নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আমি আমার সমস্ত পূর্ব নির্ধারিত জনসভা বাতিল করছি। আগামীতে ভার্চুয়াল প্ল্যাটফর্মেই জনসংযোগ করব আমরা’।

গত শুক্রবারই নির্বাচন কমিশন জানিয়েছিল, সন্ধ্যা ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত কোনও রাজনৈতিক জনসভা বা রোড-শো করা যাবে না। শুক্রবার সন্ধ্যা থেকেই সেই নির্দেশ কার্যকর হয়ে যায়। একই সঙ্গে কমিশন জানিয়েছিল, রাজ্যে বাকি দফার ভোটগ্রহণের ক্ষেত্রে ৭২ ঘণ্টা আগেই শেষ করতে হবে প্রচারের সময়সীমা। তার আগে ৪৮ ঘণ্টা আগে প্রচারপর্ব শেষ করার নিয়ম ছিল।

শুক্রবারের সেই নির্দেশের পর এবার দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে নজর রেখে আরও কঠোর জনসভা এবং রোড-শোয়ে নিষেধাজ্ঞা জারি করল কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement