ফাইল চিত্র।
ফের তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে শোকজ করল নির্বাচন কমিশন। নির্বাচনে হিংসা প্রসঙ্গে বলতে গিয়ে কয়েক দিন আগে অনুব্রত যে মন্তব্য করেন তা নিয়ে কমিশনে গিয়েছে বিজেপি। তার প্রেক্ষিতেই অনুব্রতর থেকে ২৪ ঘন্টার মধ্যে উত্তর চাওয়া হয়েছে।
সম্প্রতি শীতলখুচি কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠকে নিজের মতামত জানান অনুব্রত। বীরভূমে ভোটে হিংসা হবে কি না সেই প্রশ্নের জবাবে তিনি পালটা প্রশ্ন করেন, "২০১১-য় খুন হয়েছিল? ২০১৪-য় খুন হয়েছিল? ২০১৯-এও খুন হয়েছিল? এ বারও হবে...’’ অনুব্রতর এই মন্তব্য নিয়ে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। তাদের দাবি, অনুব্রত ওই মন্তব্যের মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন। এ নিয়ে কমিশনে অনুব্রতর উপর নিষেধাজ্ঞা জারি করার দাবিও জানান বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বান গাঙ্গুলী। তার প্রেক্ষিতেই দ্বিতীয় বারের জন্য শোকজ করা হয়েছে অনুব্রতকে। সোমবার পর্যন্ত অনুব্রতের জবাব দেওয়ার সময়সীমা।
এই প্রথম নয়। চলতি নির্বাচনে এর আগেও এক বার শোকজ করা হয়েছিল অনুব্রতকে। জনসভায় বতৃতা দিতে গিয়ে ‘বিজেপি-কে ঠেঙিয়ে পগার পার’ করার নিদান দিয়ে বসেন তিনি। সেই সময় তাঁকে প্রথম বারের জন্য শোকজ করে কমিশন। শীতলখুচি কাণ্ডে বেফাঁস মন্তব্যকারী বিজেপি নেতাদের বিরুদ্ধেও তোপ দাগেন অনুব্রত। তা নিয়ে কমিশনকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ আখ্যাও দিয়েছেন অনুব্রত।