নিজস্ব চিত্র।
‘‘আমরা কারও পার্টি অফিসে হামলা করি না। বরং মঙ্গলবার আমাকেই কালো পতাকা দেখানোর চেষ্টা হয়েছিল। তাই আমাদের লোকেরা প্রতিরোধ করেছে। সাধারণ মানুষ যা করার করেছে।’’ বুধবার বর্ধমানে চায়ে পে চর্চায় যোগ দিয়ে এ কথা বললেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার বর্ধমানে তৃণমূলের কিছু দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে খবর। শাসক দল অভিযোগ করে, বিজেপি-র দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন দিলীপ। তিনি আরও বলেন, ‘‘বর্ধমানের মানুষ পরিবর্তন চাইছেন। এখানে গুন্ডামির রাজনীতি আমরা করতে দেব না। বিভিন্ন জায়গায় গুন্ডারা মারামারি, গন্ডগোলের চেষ্টা করছে। কিন্তু ভোট প্রভাবিত হচ্ছে না। বর্ধমানে মানুষ ব্যাপক হারে ভোট দেবেন। পরিবর্তনের পক্ষেই ভোট হবে।’’
শীতলখুচি নিয়ে মন্তব্যের জন্য মঙ্গলবার বিজেপি-র রাজ্য সভাপতিকে শো-কজ করেছে নির্বাচন কমিশন। বুধবার তাই শীতলখুচি নিয়ে দিলীপকে প্রশ্ন করা হলে অন্য সুর শোনা যায় তাঁর মুখে। তিনি বলেন, ‘‘যারা শীতলখুচি নিয়ে পড়ে আছে তারা হেরে গিয়েছে। আমরা অনেক এগিয়ে গিয়েছি। দিদির দোকান বন্ধ হয়ে গিয়েছে। সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কোনও ভোটারকে ভোটদানে কেউ বাধা দিতে পারবে না।’’ পাশাপাশি নির্বাচন কমিশনের শো-কজের জবাব মঙ্গলবারই তিনি দিয়েছেন বলে জানিয়েছেন দিলীপ।
যদিও দিলীপের মন্তব্যের পরে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘গতকাল তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানোর ছবি সব জায়গাতেই দেখা গিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমেও তা দেখানো হয়েছে। তার পরেও দিলীপ সাফাই গাইছেন। আসলে ওরা চাইছে যে কোনও প্রকারে বাংলায় ক্ষমতায় আসতে। কিন্তু বাংলার মানুষ বিজেপি-কে প্রত্যাখান করেছে।’’