ISF

Bengal Polls: রাতে বোমাবাজি, সকালে বুথের বাইরে তাজা বোমা, ভোটগ্রহণ ঘিরে উত্তপ্ত আমডাঙা

বুধবার রাতেই দফায় দফায় বোমাবাজি হয় আমডাঙায়। তার পর সকালেই এই ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১৬:৪৮
Share:

উদ্ধার হওয়া তাজা বোমা। —নিজস্ব চিত্র।

বোমাবাজি ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল রাতেই। ষষ্ঠ দফার ভোট চলাকালীন এ বার তাজা বোমা উদ্ধার হল উত্তর ২৪ পরগনার আমডাঙায়। আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। আইএসএফ নেতৃত্ব যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন রংমহলের ৮৩ নম্বর বুথ থেকে অনতিদূরে উদ্ধার হয় তাজা বোমা উদ্ধার হয়। খবর পেয়ে সেখানে সেখানে এসে পৌঁছয় পুলিশ বাহিনী। ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বোমা নিস্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।

কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট চলাকালীন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগে বুধবার রাতে রাহানা ১ নম্বর এলাকায় দফায় দফায় বোমাবাজি হয়। সেই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement