এই দু’টি ছবিই কমিশনে জমা দিয়েছে সিপিএম।
ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী টাকা বিলি করছেন বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল সিপিএম। ফলতার সাহারারহাট এলাকায় ওই ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ।
ফলতার তৃণমূল প্রার্থী শঙ্কর নস্কর টাকা বিলি করছেন, এমন অভিযোগের সঙ্গে দু’টি ছবিও জমা দিয়েছেন সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ী। জেলার নির্বাচন অফিসার তথা জেলাশাসকের কাছে তাঁর দাবি, অভিযোগের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হোক।
অভিযোগ সত্য প্রমাণিত হলে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হোক। বারবার যোগাযোগের চেষ্টা করেও টাকা বিলির অভিযোগের বিষয়ে তৃণমূল প্রার্থীর বক্তব্য জানা যায়নি। তিনি ফোন ধরেননি, মেসেজেরও উত্তর দেননি। রাজ্য তৃণমূল সূত্রে বলা হয়েছে, এমন কোনও ঘটনার কথা দলের জানা নেই। জেলা নির্বাচন দফতর সূত্রের বক্তব্য, অভিযোগের ব্যাপারে খোঁজ নেওয়া হবে।