West Bengal Assembly Election 2021

Bengal Polls: দক্ষিণ হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তর গাড়িতে হামলার অভিযোগ

এই ঘটনার প্রতিবাদে হাওড়ার বি গার্ডেন থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ০০:২৮
Share:

ভাঙচুর করা হল রন্তিদেব সেনগুপ্তর গাড়ি। —নিজস্ব চিত্র।

দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তর গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি-র অভিযোগ, তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি।

Advertisement

বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১১ট নাগাদ ভোটপ্রচার সেরে একটি কর্মিসভায় গিয়েছিলেন রন্তিদেব। অভিযোগ, ফেরার পথে সাঁকরাইল থানার অন্তর্গত চুনাভাটি এলাকায়তাঁর গাড়ি ভাঙচুর করে তৃণমূলের লোকজন। এই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রন্তিদেবের গাড়িচালক লক্ষ্মী গুপ্ত বলেন, ‘‘চুনাভাটি এলাকায় কয়েক জন অজ্ঞাতপরিচয় যুবক আমাদের গাড়ি আটকায়। এর পর হঠাৎই আমাদের উপর হামলা চালায়। ওদের সকলের মুখ ঢাকা ছিল। এলাকায় অন্ধকার থাকায় এবং ওদের সকলের মুখ ঢাকা ছিল বলে হামলাকারীদের চিনতে পারিনি।’’ যদিও বিজেপি-র অভিযোগ, হামলাকারীরা তৃণমূলআশ্রিত দুষ্কৃতী।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই হাওড়ার বি গার্ডেন থানা ঘেরা করে তার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। অবরোধ চলে হাওড়া আন্দুল রোডেও। ওই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি-র কর্মী-সমর্থকদের মধ্যে বচসা বাধে। দীর্ঘক্ষণ অবরোধের জেরে হাওড়ার আন্দুল রোডে বি গার্ডেন থানার সামনে যানজট হয়।

Advertisement

রন্তিদেব বলেন, ‘‘এলাকায় প্রচার করার সময় ‘খেলা হবে’ স্লোগান দিয়ে বার বার অশান্তি করার চেষ্টা করেছে তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার রাতে কর্মিসভা থেকে ফেরার সময়ও ‘খেলা হবে’ স্লোগান দিতে দিতে আমাদের আক্রমণ করে কয়েক জন তৃণমূলআশ্রিত দুষ্কৃতী।’’এই হামলায় অল্পের জন্য তিনি এবং তাঁর গাড়ির চালক রক্ষা পেয়েছেন বলেও দাবি রন্তিদেবের।

বৃহস্পতিবার রাতে আন্দুল রোডে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধ সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement