West Bengal Assembly Election 2021

Bengal polls: ভোটের আগে বীরভূমে বোমাবাজি, জখম দুই বিজেপি কর্মী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মাথায় আঘাত পেয়ে বিজেপি কর্মী শেখ রহিম গুরুতর জখম হন বলে অভিযোগ করেছে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুবরাজপুর শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ২২:৫৯
Share:

আহত বিজেপি কর্মী শেখ রহিম। নিজস্ব চিত্র।

বীরভূমের এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও এলাকায় বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দুবরাজপুরের এই ঘটনাকে ঘিরে দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ বাধে। তাতে ২ জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন বলেও অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, বিজেপি উস্কানি দিয়ে গন্ডগোল বাধানোর চেষ্টা করছে।

Advertisement

দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের বোধগ্রামের এই ঘটনায় মাথায় আঘাত পেয়ে বিজেপি কর্মী শেখ রহিম গুরুতর জখম হন বলে অভিযোগ করেছে বিজেপি। এ ছাড়া আরও এক বিজেপি কর্মী হাতে আঘাত পেয়েছেন বলেও জানিয়েছেন তাঁরা। রাতে গ্রামের সমস্ত আলো বন্ধ করে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহা। পাল্টা তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘ভোটের আগে এই সব জায়গায় গন্ডগোল বাধিয়ে, কেন্দ্রীয় বাহিনী এনে, গুলি চালিয়ে তৃণমূলের ভোট নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তবে আমরা এটা মেনে নেব না। বিজেপি যে ইচ্ছাকৃত ভাবে উস্কানি দিয়ে গন্ডগোল বাধানোর চেষ্টা করছে, সে কথা আমরা আগেও প্রশাসনকে জানিয়েছি। দরকার হলে বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানাব, তারা সরেজমিনে তদন্ত করে দেখবে।’’

বিজেপি জানিয়েছে, আহত কর্মীদের প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে এবং পরে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অনুপ বলেন, ‘‘তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই তারা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement