এই কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নিজস্ব চিত্র।
ঘাটাল, চন্দ্রকোণা এবং নারায়ণগড়ের পর এ বার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কেশপুর। বিজেপি-র দলীয় কার্যালয় ভাঙার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। পাল্টা বিজেপি-র বিরুদ্ধেই হামলার অভিযোগ এনেছে তারা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার কেশপুরের গোলাড় থেকে মধুপুর পর্যন্ত প্রার্থী পৃথ্বীশ কোঙারের সমর্থনে মিছিল বার করেছিলেন বিজেপি-র কর্মী সমর্থকরা। সেই মিছিলকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছিল। এর পরই রাতে বিজেপি-র স্থানীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় রাজনৈতিক চাপানউতর। বিজেপি-র অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের লোকেরা এই হামলা চালিয়েছে।
বিজেপি-র ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, “তৃণমূলের লোকেরা এসে হামলা চালিয়েছে। আমাদের কর্মীদের মারধর করেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করে আমাদেরই ১২ জন কর্মীকে গ্রেফতার করেছে। যদিও পরে ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের।” তৃণমূল এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করতে চাইছে বলেও অভিযোগ করেছেন তন্ময়।
অন্য দিকে, তৃণমূলের ব্লক সভাপতি উত্তম ত্রিপাঠী আবার বিজেপি-র বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “ভোটের প্রচারে বাইরে ব্যস্ত। শুনেছি আমাদের পার্টি অফিসে এসে বিজেপি-র লোকেরা কর্মীদের মারধর করেন।” উত্তমের অভিযোগ, বিজেপি-র লোকেরা নিজেরাই কার্যালয় ভাঙচুর করে দোষ চাপাচ্ছে তৃণমূলের উপর।