নিজস্ব চিত্র।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপি-র নির্বাচনী কার্যালয় তছনছ করা ও ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। উল্টে বিজেপি-র বিরুদ্ধে দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ এনেছে তৃণমূল।
বিজেপি-র অভিযোগ, রবিবার রাতের অন্ধকারে রায়গঞ্জ বিধানসভার উদয়পুরে তাদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমুল আশ্রিত দুষ্কৃতীরা। এছাড়া ওই এলাকায় বিজেপি-র অনেকগুলি ফ্লেক্সও ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। সোমবার সকালে এই ঘটনা নজরে আসার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপি সমর্থকরা কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানায়। এলাকায় বিক্ষোভ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রকৃত দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় বিজেপি সমর্থক বাবাই নন্দী বলেন, ‘‘তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। জনসমর্থন হারিয়ে এখন তৃণমূল ভয় ও আতঙ্কের পরিস্থিতি তৈরি করতে চাইছে, যাতে সাধারণ মানুষ ভোট দিতে না যায়।’’
যদিও স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য জীবন সরকার সব অভিযোগ অস্বীকার করেন৷ পাল্টা তিনি বলেন, ‘‘ওরাই আমাদের নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে। এ ছাড়া নিজেরাই নিজেদের কার্যালয় ভাঙচুর করে তৃণমূলকে দোষী করার চেষ্টা করছে।’’