Mamata Banerjee

Bengal polls: ‘খারাপ জায়গা’ পেরিয়ে এসেছি, দাবি তৃণমূল নেত্রীর

দু’বছর আগে লোকসভা ভোটে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো আসনে জয়ী হয়েছিল বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ০৪:৫৮
Share:

ফাইল চিত্র।

এ বারের বিধানসভা ভোটে তৃণমূলের জন্য ‘খারাপ জায়গা’ তাঁরা পেরিয়ে এসেছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, জঙ্গলমহল-সহ রাঢ়বঙ্গে এ বার বিজেপিকে টপকে গিয়েছে তৃণমূল। বেহালায় বৃহস্পতিবার জনসভায় মমতার মন্তব্য, ‘‘আমার মাইনাস জায়গাগুলো পেরিয়ে এসেছি। লোকসভা ভোটে একটু গণ্ডগোল হয়ে গিয়েছিল। কিন্তু এ বার বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরে বিজেপি ঘ্যাচাং ফু হয়ে গিয়েছে!’’

Advertisement

দু’বছর আগে লোকসভা ভোটে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো আসনে জয়ী হয়েছিল বিজেপি। এ বার ওই অঞ্চলে ভোট মিটে গিয়েছে প্রথম দুই পর্বেই। মমতার দাবি, লোকসভা ভোটের ক্ষতি সামাল দিয়ে এ বার তৃণমূল সেখানে বিজেপিকে পর্যুদস্ত করবে। রাজ্যের বাকি এলাকাতেও তৃণমূলই এগিয়ে। বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ‘ঘরের ছেলে’ হিসেবেই ফের জেতানোর আবেদন করেছেন তৃণমূল নেত্রী। হাল্কা সুরেই তাঁর মন্তব্য, ‘‘পার্থদা মোটা হতে পারে! কিন্তু যে কোনও দরকারে ডাকলে তাকে পাওয়া যায়। আপনাদের ঘরের ছেলে। পার্থদা’কেই আবার জয়ী করুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement