ভোটের মুখে হিংসার ঘটনা বন্ধ করতে নির্বাচন কমিশনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানাল ‘সেভ ডেমোক্র্যাসি’। হাওড়ার বাগনানের ঘরছাড়া মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে দাবি জানানোর সময়েই ওই মঞ্চের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, পশ্চিমবঙ্গ আগ্নেয়গিরি হয়ে রয়েছে। তার ২৪ ঘণ্টার মধ্যে তিন জেলায় চার জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ‘সেভ ডেমোক্র্যাসি’র সম্পাদক চঞ্চল চক্রবর্তী বৃহস্পতিবার বলেন, ‘‘খেলা হবে, খেলা হবে করে তৃণমূল এবং বিজেপির পাল্টা হুঙ্কারের ফল প্রকাশ শুরু হল! শুরু হল মৃত্যুর হোলিখেলা। নির্বাচন কমিশনের এত তৎপরতা, এত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি হিংসা থামাতে পারছে না। এখনই কমিশন কড়া পদক্ষেপ না করলে আরও হিংসার ঘটনা ঘটবে।’’