West Bengal Assembly Election 2021

Bengal Polls: সংযুক্ত মোর্চার জন্য আবেদন বিশিষ্টদের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ০৭:১৫
Share:

সব্যসাচী চক্রবর্তী এবং বাদশা মৈত্র

নন্দীগ্রামে সিপিএমের তরুণ প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে জিতিয়ে আনার জন্য মানুষের কাছে আগেই আবেদন করেছিলেন প্রবীণ পরিচালক তরুণ মজুমদার। এ বার বিধানসভা ভোটে সারা রাজ্যেই সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করার জন্য আবেদন জানালেন শিল্প, সংস্কৃতি ও অভিনয় জগতের বিশিষ্ট জনেরা। তাঁদের বক্তব্য, ‘ফ্যাসিবাদ ও স্বৈরাচার— এই দুই বিপদের মুখে বাংলা। অবিলম্বে চাই এমন একটি সরকার, যে সরকার মানুষের জীবন-জীবিকার প্রয়োজনে কাজ করবে এবং রাজ্যের সুস্থ সামাজিক পরিবেশ ফিরিয়ে আনবে। আমাদের মনে হয়েছে, বর্তমান পরিস্থিতিতে এই কাজ করার ক্ষেত্রে একমাত্র বিকল্প বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তি’। মোর্চার প্রার্থীদের জয়ী করার ডাক দিয়ে ওই আবেদনে সই করেছেন তরুণবাবু, সব্যসাচী চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, নাট্যকার চন্দন সেন, অরুণ মুখোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অভিনেতা চন্দন সেন, বাদশা মৈত্র প্রমুখ। কলকাতা প্রেস ক্লাবে সোমবার সব্যসাচী বলেন, ‘‘মানুষ যে পরিবর্তন চেয়েছিলেন, তা হয়নি। বিজেপি ও তৃণমূল এখন মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করছে।’’ এই বিশিষ্টদের সকলেরই বক্তব্য, বাংলায় তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement