West Bengal Assembly Election 2021

WB election 2021: ভোটের মুখে ভুটান সীমান্তে উদ্ধার প্রচুর নগদ টাকা, তদন্তে পুলিশ

জয়গাঁর ভুটান গেট সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে এই টাকা উদ্ধার করেছে পুলিশ। যদিও ওই ব্যবসায়ী পলাতক বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২১ ০৩:১৯
Share:

জয়গাঁ থেকে উদ্ধার হওয়া টাকা। নিজস্ব চিত্র।

ভারত-ভুটান সীমান্তে প্রচুর পরিমানে নগদ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। বৃহস্পতিবার বিকালে ভুটান সীমান্তের কাছে জয়গাঁ এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পর এক সঙ্গে ৫০ হাজারের বেশি নগদ টাকা বহন করা যায় না। সেই নিয়মেই বাজেয়াপ্ত করা হয়েছে এই টাকাগুলি।

Advertisement

জয়গাঁর ভুটান গেট সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে এই টাকা উদ্ধার করেছে পুলিশ। যদিও ওই ব্যবসায়ী পলাতক বলে জানা গিয়েছে। এই টাগুলির ব্যবাহারের ক্ষেত্রে কী পরিকল্পনা ছিল কোথা থেকে এগুলি এসেছে বা কাকে দেওয়ার পরিকল্পনা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।

জয়গাঁ থানার ওসি জানিয়েছেন উদ্ধার হওয়া নগদ অর্থ অতিরিক্ত জেলাশাসকের কাছে পাঠানো হচ্ছে। এই বিপুল পরিমান টাকার উৎস নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement