Chopra

Bengal Polls: বুথ থেকে ফেরার পথে চোপড়ায় গুলিবিদ্ধ বিজেপি এজেন্টের দাদা-বৌদি-বোন

চোপড়া বিধানসভার ১৬৬ নম্বর ন্যাংটাগছ বুথে বিজেপি-র এজেন্ট ছিলেন রহমান। অভিযোগ, মিছরিগছে তাঁর পরিবারের উপর আক্রমণ চালায় তৃণমূলের দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চোপড়া (উত্তর দিনাজপুর) শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ২১:৩১
Share:

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি-র পরিবারের লোককে। নিজস্ব চিত্র।

ভোটপর্ব মেটার পর পরিবারের কয়েক জনকে নিয়ে বাড়ি ফিরছিলেন বিজেপি-র বুথ এজেন্ট। পথে তাঁদের উপর গুলি চালায় একদল দুষ্কৃতী। সেই গুলি লাগে রহমান নামের ওই এজেন্টের দাদা, বৌদি এবং বোনের পায়ে। বিজেপি-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কতীরা গুলি চালিয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ ৩ জনকে চিকিৎসার জন্য ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

চোপড়া বিধানসভার ১৬৬ নম্বর ন্যাংটাগছ বুথে বিজেপি-র এজেন্ট ছিলেন রহমান। সেখান থেকে ফেরার পথে মিছরিগছে তাঁদের উপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা। রহমানের দাদা তমিজুদ্দিন, বৌদি রাবেকা খাতুন এবং বোন নুরেসা খাতুন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের সকলেরই পায়ে গুলি লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। রহমান মিছরিগছেরই বাসিন্দা।

বিজেপি এজেন্টের দাদা সাহাজুদ্দিন বলেছেন, ‘‘বাড়ি ফিরছিলাম। তখন গুলি চালায় তৃণমূলের লোকেরা।’’ ঘটনা নিয়ে চোপড়ার বিজেপি-র প্রার্থী মহম্মদ শাহিন আখতার বলেছেন, ‘‘আমাদের কর্মীরা গুলিবিদ্ধ হয়েছেন। তৃণমূলের দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। আমরা থানায় যাচ্ছি অভিযোগ জানাতে।’’

Advertisement

তৃণমূলের তরফে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement