bomb blast

Bengal Polls: নোদাখালিতে বিস্ফোরণে হাত উড়ে গেল এক ব্যক্তির, কারণ ঘিরে তৃণমূল এবং বিজেপি-র তরজা

রবিবার রাতে ওই ঘটনা ঘটেছে সাতগাছিয়ার নোদাখালির ডোঙারিয়া এলাকায়। বিস্ফোরণে জখম হয়েছেন শেখ বাপ্পা এবং গোপাল অধিকারী নামে দুই তৃণমূল কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১৫:০০
Share:

এই বাড়িতেই ঘটে বিস্ফোরণ। —নিজস্ব চিত্র

বিস্ফোরণে হাত উড়ে গেল এক ব্যক্তির। জখম আরও এক জন। আর সেই ঘটনাকে ঘিরে শুরু হল তৃণমূল এবং বিজেপি-র রাজনৈতিক তরজা। বিজেপি-র অভিযোগ, বোমা বাঁধতে গিয়ে জখম হয়েছেন ওই দু’জন। যদিও তৃণমূলের দাবি, রান্না করতে গিয়ে স্টোভ ফেটে ঘটেছে ওই দুর্ঘটনা।

Advertisement

রবিবার রাতে ওই ঘটনা ঘটেছে সাতগাছিয়ার নোদাখালির ডোঙারিয়া এলাকায়। বিস্ফোরণে জখম হয়েছেন শেখ বাপ্পা এবং গোপাল অধিকারী নামে দুই তৃণমূল কর্মী। এলাকাবাসীদের একাংশ জানিয়েছেন, রবিবার রাতে আচমকাই স্থানীয় একটি স্কুলের পিছনে হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখতে পান, বাপ্পা এবং গোপাল নামে ওই দুই তৃণমূল কর্মী আগুনে ঝলসানো অবস্থায় পড়ে রয়েছেন। বাপ্পার হাতের একাংশও উড়ে গিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজেপি-র অভিযোগ, জখম দু’জন এলাকার তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডলের অনুগামী। গেরুয়া শিবিরের নেতাদের দাবি, বোমা বাঁধার সময়েই ওই দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় ভোট মিটেছে আগেই। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি মিথ্যা অভিযোগ করছে। জোড়াফুল শিবিরের মত, বনভোজন করার সময় স্টোভ ফেটে ওই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে নোদাখালি থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement